• facebook
  • twitter
Monday, 25 November, 2024

প্যারিস অলিম্পিক্সে দলগতভাবে তিরন্দাজিতে শেষ আটে ভারতের দীপিকারা

প্যারিস: আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার প্যারিস অলিম্পিক্স গেমস শুরু হচ্ছে৷ তার আগেই বৃহস্পতিবার তিরন্দাজি ও ফুটবল ইভেন্ট শুরু হয়ে গিয়েছে৷ তিরন্দাজিতে ভারত প্রথম সাফল্যের মুখ দেখল৷ নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজরা৷ যোগ্যতা অর্জন পর্বে খেলে তিরন্তাজিতে সরাসরি শেষ আটে পৌঁছে গেলেন ভারতের মহিলা দল৷ মহিলা দলে ছিলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর৷ এঁরা প্রত্যেকেই

প্যারিস: আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার প্যারিস অলিম্পিক্স গেমস শুরু হচ্ছে৷ তার আগেই বৃহস্পতিবার তিরন্দাজি ও ফুটবল ইভেন্ট শুরু হয়ে গিয়েছে৷ তিরন্দাজিতে ভারত প্রথম সাফল্যের মুখ দেখল৷ নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজরা৷ যোগ্যতা অর্জন পর্বে খেলে তিরন্তাজিতে সরাসরি শেষ আটে পৌঁছে গেলেন ভারতের মহিলা দল৷ মহিলা দলে ছিলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর৷ এঁরা প্রত্যেকেই শেষ আটে অংশ নিতে পারবেন তিরন্দাজিতে৷ এদিন তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র্যাঙ্কিংয়ের ইভেন্ট ছিল৷ সেখানে ভারতের মহিলা তিরন্দাজিরা ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন৷ তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে ভালো স্কোর করেছেন৷ তিনি স্কোর করেছেন ৬৬৬৷ ভজনের স্কোর ৬৫৯৷ আর দীপিকা ৬৫৮ স্কোর করে ভারতের সাফল্যকে নিশ্চিত করেন৷ এই বিভাগে দক্ষিণ কোরিয়া প্রথম স্থানে শেষ করেছে৷ তাদের স্কোর ২০৪৬৷ দ্বিতীয় স্থানে এসেছে চিন৷ তাদের স্কোর ১৯৯৬৷ অল্পের জন্য তৃতীয় স্থান থেকে ভারতীয় দলকে ছিটকে যেতে হয়৷ তৃতীয় স্থানে এসেছে মেক্সিকো৷ তারা ১৯৮৬ স্কোর করে৷ আর ভারতের স্থান হয়েছে চতুর্থ৷

শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়াকে ভারত ৬৩ পয়েন্ট কম স্কোর রেছে৷ র্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স গেমসে রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া৷ মহিলাদের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ভারতকে লড়াই করতে হবে৷ যদি দীপিকা, অঙ্কিতারা শেষ আটের লড়াইয়ে জিততে পারেন, তাহলে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে৷ যদি ভারত তৃতীয় স্থান পেত, তাহলে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ এসে যে.ত৷ অবশ্য সেই সময় চিনের বিরুদ্ধে খেলতে হত ভারতকে৷ তবে, দলগত বিভাগে ভারতীয় মহিলা দল ভালো ফল করলেও ব্যক্তিগত বিভাগে ভারতীয় তিরন্দাজরা খুব একটা ভালো জায়গায় পৌঁছতে পারেননি৷ অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট করে ১১তম স্থানে রয়েছেন৷ ভজন রয়েছেন ২২তম স্থানে৷ তিনি স্কোর করেন ৬৫৯৷ আর দীপিকার জায়গা হয়েছে ২৩তম স্থানে৷

এদিকে ফুটবল শুরু হয়েছে বুধবার থেকেই৷ ফুটবলে প্রথমদিনেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১-২ গোলে হেরে গিয়েছে মরোক্কোর কাছে৷ অবশ্য ওই খেলায় সমর্থকদের অশান্তিতে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা৷ আর্জেন্টিনার একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত রেফারি ঘোষণা করেন গোলটি বাতিল৷ পরবর্তী সময়ে খেলা হলেও আর্জেন্টিনা গোল পরিশোধ করতে পারেনি৷