আগামী ২২ জানুয়ারি ইডেন উদ্যানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ভারতীয় দল শনিবারই কলকাতায় পৌঁছে যাবে। তিনদিনের প্রশিক্ষণ শিবিরে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেবেন।
ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। সেই অর্থে তারকা ক্রিকেটারকে দলে দেখতে না পাওয়া গেলেও টিকিটের চাহিদা ভালোই আছে।
অন্য সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কারা জায়গা পাবেন তা খুব সম্ভবত শনিবারই ঘোষণা হয়ে যেতে পারে। হয়তো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।