আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে শুরু হতে চলেছে প্যারা অলিম্পিক গেমস। গত টোকিও প্যারা অলিম্পিকে ভারত থেকে ৫৪ জন প্রতিনিধি অংশ নিলেও, এবারে প্যারিসে প্রতিযোগিতায় ৮৪ জন অ্যাথলিট প্রতিনিধিত্ব করছেন। এই প্রতিযোগিতা থেকে ২৫টি পদকের আশা করছেন সবাই। প্যারিস অলিম্পিক গেমসে সবার আশা ছিল ভারত ১০টি পদক পাবে। কিন্তু সেই আশা পূরণ করতে পারেননি ভারতের প্রতিনিধিরা। তাই প্যারা অলিম্পিক গেমসে ভারতীয়রা ২৫টি পদকের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন কিনা সেটাই দেখবার বিষয়।
ভারত ১৯৬৮ সালে তেলআভিভে প্যারা অলিম্পিক গেমসে ফিরে আসে। ১৯৭৬ ও ১৯৮০ সালে ভারত অংশ না নিলেও ১৯৮৪ সালে প্যারা অলিম্পিক গেমসে আবার অংশ নেয় ভারত। এখনও পর্যন্ত প্যারা অলিম্পিক গেমস থেকে মোট ৩১ টি পদক এসেছে। তার মধ্যে ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ পদক।
এবারের প্যারিস প্যারা অলিম্পিক গেমসে তিনটি নতুন ইভেন্টে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা। ভারতের অ্যাথলিটরা ১২টি ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন। প্যারিস প্যারা অলিম্পিক গেমসে মোট ২২টি ইভেন্ট রয়েছে। ভারতে এবারে অন্যান্য প্যারা অলিম্পিক গেমস থেকে বেশি পদক আসবে বলে বিশ্বাস করে দেশবাসী।