জয় দিয়ে লঙ্কা অভিযান শুরু ভারতীয় মেয়েদের

জয় দিয়ে লঙ্কা অভিযান শুরু করলো হরমনপ্রীতরা। ৩৪ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল ভারত। মিতালীর পরে হরমনপ্রীতএর হাত ধরে ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা হলো। লঙ্কা অভিযানের শুরুটা বেশ ভালোভাবেই করল ভারতীয় মেয়েরা।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ছয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে ১৩৮ রান তোলে। দলের হয়ে শেফালী ৩১ ও রডরিগেজ অপরাজিত ২৭ বলে ৩৬ রান করেন।

১৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানরা দীপ্তি, পূজা ও রাধাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না।


শ্রীলংকা দল নির্দিষ্ট কুড়ি ওভারে রান তুলল ৫ উইকেট হারিয়ে ১০৪ রান। এই জয়ের ফলে ভারতীয় দল তিন ম্যাচের সিরিজে (১-০) ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জেমি রডরিগেজ।