ভারতীয় মেয়েরা নজির গড়লেন

রিচা ঘোষের দুরন্ত ব্যাটিং

ডাম্বুলা— মেয়েদের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করল ভারত৷ নজির গড়লেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ৷ তাঁর রেকর্ডের সৌজন্যে ভারতীয় দল টি-২০ ক্রিকেটে ২০০র বেশি রান করার কৃতিত্ব দেখাল৷ মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে অভিযান শুরু করে ভারত৷ রবিবার দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত কৗররা মুখোমুখি হয় আরব আমির শাহির বিপক্ষে৷ টসে জিতে আরব আমির শাহির অধিনায়ক ইশা ওজা ভারতকে ব্যাটিং করবার জন্যে আমন্ত্রণ জানান৷ নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে৷ টি-২০ মেয়েদের ক্রিকেটে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৪ উইকেটে ১৯৮ রান. ২০১৮ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিপক্ষে এই স্কোর করেছিল ভারত৷ এবারে সেই রেকর্ডকে টপকে গেলেন ভারতের মেয়েরা ডাম্বুলায় ২০ ওভারে ২০১ রান করে৷

আর এই খেলায় বাংলার রিচা ঘোষ দারুন ব্যাট করে নজির গড়ার কৃতিত্ব দেখালেন৷ তাঁর দুরন্ত ব্যাটিংয়ের কাছে প্রতিপক্ষ দলের বোলাররা নাজেহাল হয়ে যান৷ ভারতের প্রথম উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ অর্ধশতরান করার কৃতিত্ব দেখান৷ তিনি ২৬ বলে অর্ধশতরানে পেঁৗছে যান৷ ইনিংসের শেষ ওভারের প্রথম বলে অধিনায়ক হরমনপ্রীত কৌর আউট হয়ে যান৷ আর বাকি পাঁচ বলে টানা বাউন্ডারি মারেন রিচা৷ স্মৃত মান্ধানা শেফালি শর্মা শুরুটা ভলোই করেছিলেন৷ শেফালি ৩৭ রান করে প্যাভেলিয়নে ফেরত যান৷ রিচা ৬৪ রান করে অপরাজিত থাকেন৷ ২৯ বলে এই রান আসে৷ মেরেছেন ১টি ছক্কা এবং ১২টি বাউন্ডারি৷ রিচা এই প্রথম অর্ধ শতরান করার কৃতিত্ব দেখালেন৷ অন্যদিকে হরমন প্রীত ৪৯ বলে অর্ধশত রান করেন৷


এদিকে বাঁ হাতের আঙুলে চোট পাওয়ায় চলতি মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট থেকে ছিটকে গেলেন ভারতের শ্রেয়াঙ্কা পাতিল৷ সেই জায়গায় দলে এলেন তনুজা কানওয়ার৷