আমেরিকার ক্রিকেটে ভারতীদের আধিপত্য

প্রতীকী ছবি (File Photo: iStock)

আমেরিকার ক্রিকেটের প্রসার ঘটানোর লক্ষ্যে সে দেশে বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আইসিসি। এই প্রথম এত বড় মাপের কোনও প্রতিযোগিতা আয়োজন করছে আমেরিকা। এর আগে বিভিন্নদেশ সেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে সে দেশের সমর্থকদের ক্রিকেটমুখী করে তুলতে। এর মধ্যে রয়েছে ভারতও।

তারা চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আমেরিকার মাটিতে। দেখা যাচ্ছে, আমেরিকায় ক্রিকেটের প্রসারে সব থেকে বেশি এগিয়ে রয়েছে ভারতই।

সে দেশের কোচ থেকে শুরু করে মূখ্য নির্বাচক, এমনকী দলের বেশির ভাগ ক্রিকেটার হয় ভারতীয়, নয়তো ভারতীয় বংশোদ্ভূত। দেশ ছেড়ে সুদূরে পাড়ি দিয়ে অনেকেই নিজেদের ভবিষ্যৎ অন্য ভাবে তৈরি করেছিল।


তবে ভারতীয় ক্রিকেটাররাই এখন দাপাদাপি করে বেড়াচ্ছে সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কয়েকদিন আগেই ভারতীয় অনুর্ধ্ব-ঊনিশ দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদও ওখানে খেলা শুরু করে দাপট দেখাচ্ছেন।