টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আর বিশেষ সময় বাকি নেই। যার ফলে একটু অস্থির হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক রাহুল দ্রাবিড়।
তার মতে তিনি এখনও গুছিয়ে উঠতে পারেননি নিজের কাজ এখনও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল যা এর ভেতর গড়ে ফেলা উচিত ছিল। সেটা ঠিক মতন হয়নি এবং নিজেই সে কথা জানিয়েছেন।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার মাস বাকি কিন্তু এখনো পর্যন্ত তাকে দলে নেওয়া হবে সে বিষয়ে রয়েছেন নির্বাচক কমিটি।
এবারের বিশ্বকাপে প্রথমবার অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। রোহিত জানান, দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করাই তাঁদের লক্ষ্য।
যদিও দ্রাবিড় জানিয়েছেন, সেই লক্ষ্য পূরণের পথে ভারতীয় দল পিছিয়ে রয়েছে।