• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

টি-২০ বিশ্বকাপের আগে ভারত একটি মাত্র প্রস্ত্ততি ম্যাচ খেলবে

নিজস্ব প্রতিনিধি— ভারতীয় ক্রিকেট দল যদি কোনও আন্তর্জাতিক স্তরে খেলায় অংশ নেয়, সেক্ষেত্রে মাঠে নামার আগে কমরপক্ষে দুটো প্রস্ত্ততি ম্যাচ খেলে নেয়৷ এই প্রস্ত্ততি ম্যাচের মধ্য দিয়ে ভারতের অবস্থানকে বুঝে নেওয়ার চেষ্টা করে খেলোয়াড়রা৷ আর অল্প কিছুদিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কিন্ত্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই ভারত

নিজস্ব প্রতিনিধি— ভারতীয় ক্রিকেট দল যদি কোনও আন্তর্জাতিক স্তরে খেলায় অংশ নেয়, সেক্ষেত্রে মাঠে নামার আগে কমরপক্ষে দুটো প্রস্ত্ততি ম্যাচ খেলে নেয়৷ এই প্রস্ত্ততি ম্যাচের মধ্য দিয়ে ভারতের অবস্থানকে বুঝে নেওয়ার চেষ্টা করে খেলোয়াড়রা৷ আর অল্প কিছুদিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কিন্ত্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই ভারত দু’টি প্রস্ত্ততি ম্যাচ খেলতে পারবে না৷ তার পরিবর্তে একটি প্রস্ত্ততি ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে৷ যদিও ইংল্যান্ড ও পাকিস্তান নিজেদের মধ্যে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলে তাদের প্রস্ত্ততি পর্বটা সেরে ফেলছে৷
এদিকে আইপিএল ক্রিকেটে অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে৷ এই ফাইনাল খেলা শেষ হওয়ার পরেই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য উড়ে যাবে৷ ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ সেই অর্থে আয়ারল্যান্ড খুব যে শক্তিশালী দল, তা বলার অপেক্ষা থাকে না৷ সেই কারণে হয়তো রোহিত ব্রিগেড কিছুটা হালকা চালে প্রতিপক্ষ দলকে নিতে চাইছে৷ কিন্ত্ত ক্রিকেট খেলা বা অন্য যে কোনও ইভেন্টই হোক না কেন, সবসময় প্রতিপক্ষকে সমীহ করে মাঠে নামতে হয়৷ নিউইয়র্কেই ভারত প্রথম ম্যাচ খেলবে৷ তবে, আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ চেয়েছিল ভারতের খেলা নিউইয়র্কে না দিয়ে ফ্লোরিডায় হোক৷ এবং সেখানেই প্রস্ত্ততি ম্যাচ খেলাটা করা যায় কিনা, তার কথাও বলা হয়েছিল৷ সবসময় বড় ম্যাচের আগে সব দলই দুটো করে প্রস্ত্ততি ম্যাচ খেলে থাকে৷ যেহেতু আইপিএল ক্রিকেটে প্রায় সব খেলোয়াড়ই বিভিন্ন দলে খেলছেন, সেই কারণে সেই সব খেলার মধ্য দিয়ে অনেকটাই প্রস্ত্ততি সেরে ফেলেছেন ক্রিকেটাররা৷ তাই বিশ্রামের প্রয়োজন রয়েছে খেলোয়াড়দের৷ একটি প্রস্ত্ততি ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, তা এখনও জানা যায়নি৷ দু’টি ভাগে ভারতীয় দল নিউইয়র্কে উড়ে যাবে৷ প্রথম দলটি যাবে, ২৫ মে আর দ্বিতীয় দলটি ২৬ মে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য নিউইয়র্কে পৌঁছে যাবে৷ ভারতের প্রথম ম্যাচ ৫ জুন হলেও, এবারের প্রতিযোগিতায় সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারতের সঙ্গে পাকিস্তানের ৯ জুন৷ ভারতীয় গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, আয়োজক দেশ আমেরিকা ও কানাডা৷