• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্ট ম্যাচ খেলবে ভারত

মুম্বই— টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে টেস্ট সিরিজ খেলতে৷ এই সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল তিনদিনের অনুশীলন ম্যাচও খেলবে৷ তবে এই ম্যাচ নিজেদের মধ্যেই খেলবে ভারত৷ আর সেই ম্যাচটা হবে পার্থেই৷ অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথমবার পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত৷ তার আগেই ১৫ নভেম্বর থেকে রোহিত শর্মারা তিনদিনের প্রস্ত্ততি ম্যাচে অংশ

মুম্বই— টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে টেস্ট সিরিজ খেলতে৷ এই সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল তিনদিনের অনুশীলন ম্যাচও খেলবে৷ তবে এই ম্যাচ নিজেদের মধ্যেই খেলবে ভারত৷ আর সেই ম্যাচটা হবে পার্থেই৷ অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথমবার পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত৷ তার আগেই ১৫ নভেম্বর থেকে রোহিত শর্মারা তিনদিনের প্রস্ত্ততি ম্যাচে অংশ নেবে৷ ভারতীয় পুরুষদলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ভারতের মেয়েদের দলও যাবে৷ তারা তিন ম্যাচে একদিনের সিরিজ খেলবে৷ তখন ভারতীয় ‘এ’ দল অস্ট্রেলিয়া সফরেও থাকবে৷ অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার কথা রয়েছে৷ আর এই ম্যাচ দু’টি হবে গ্রেট রিফ বেরিয়ার রিফ এরিনা ও মেলবোর্নে৷

অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার অন্যতম কর্মকর্তা পিটার রোচ বলেন, ছেলেদের সঙ্গে মেয়েদের দল এবং ভারতীয় ‘এ’ দল সিরিজ খেলার জন্য এখানে আসছে৷ এটা অবশ্যই দারুণ ব্যাপার৷ ভারত থেকে আসছে তিনটি দল৷ এই প্রথম গ্রেট রিফ বেরিয়ার রিফ এরিনার নতুন মাঠে খেলা হবে৷ সেই সঙ্গে মেলবোর্নে তাদের খেলা দেখার জন্য অবশ্যই উৎসাহ দেখাবেন দর্শকরা৷ অবশ্য এই খেলাটা দুই দলের তরুণ ক্রিকেটারদের মধ্যেই লড়াই হবে৷ এই খেলায় যদি কোনও ক্রিকেটার ভালো খেলা উপহার দিতে পারেন, সেক্ষেত্রে সিনিয়র দলে তার জায়গা হওয়ার সুযোগ রয়েছে৷ ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ হবে পার্থে৷ তা শুরু হবে ২২ নভেম্বর থেকে৷ দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে৷ তৃতীয় টেস্ট ম্যাচ হবে ব্রিসবেনে৷ চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নের মাঠে অনুষ্ঠিত হবে৷ আর পঞ্চম টেস্ট ম্যাচ সিডনিতে হওয়ার কথা রয়েছে৷ বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর মেলবোর্নে টেস্ট ম্যাচ হবে৷ নিউইয়ার্স টেস্ট ম্যাচ হবে সিডনিতে৷ আর এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে৷