চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলবে না ভারত

করাচি– আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াতে চলেছে পাকিস্তানের মাটিতে৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে, পাক মুলুকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত৷ আর টিম ইন্ডিয়া খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু্য পরিবর্তন হতে পারে৷

অন্যসূত্রে আইএএনএসকে জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান৷ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান যাবে না ভারতীয় দল৷ আর তার ফলে ভেনু্য বদলাতে পারে৷ হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে৷ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান৷ কিন্ত্ত ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয়৷ ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে৷ পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ এখনও গলেনি ভারতের৷ পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে পাঠাতে হলে ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ এদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই বলে দিয়েছেন, নিরপেক্ষ কেন্দ্রে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে তাঁর কোনও সমস্যা নেই৷ ভারত অধিনায়কের মতে, পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট যুদ্ধ সব সময় লোভনীয়৷ যার কারণ, প্রতিবেশী দেশের দুর্ধর্ষ বোলিং আক্রমণ৷ রোহিত বলে দিয়েছেন, “আমার মতে, পাকিস্তান বেশ ভালো টিম৷ ওদের বোলিং আক্রমণ দেখার মতো৷ তাই পাকিস্তানের সঙ্গে লড়াইটা সব সময় উপভোগ্য হয়৷ নিরপেক্ষ কেন্দ্রে যদি পাকিস্তানের সঙ্গে সিরিজ হয়, আমি সব সময় খেলতে আগ্রহী৷ দু’টো দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে৷