চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হতে আর বেশিদিন নেই। তাই অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে। অংশ নেওয়ার আগে ভারতীয় দল দুবাইতে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচের জন্য চারটি ভেন্যু করা হয়েছে। প্রস্তুতি ম্যাচের জন্য কীরকম সুযোগ-সুবিধা কেমন হবে, তা খতিয়ে দেখছে আইসিসি। এমনকি আইসিসি’র কর্মকর্তারা পাকিস্তানের তিনটি স্টেডিয়ামের সংস্কারের অগ্রগতি কেমন হচ্ছে সেদিকে নজর রাখছেন। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের স্টেডিয়ামের কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছে। তবে স্টেডিয়ামে যে গতিতে কাজ করার কথা ছিল, তা হয়নি। তাই সংস্কারের গতি শ্লথ হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। আইসিসি-র কর্মকর্তারা মেনে নিতে পারছেন না এত ধীর গতিতে কাজ করা নিয়ে। তাই পাকিস্তান ক্রিকেড বোর্ড সতর্ক করা হয়েছে। বর্তমান অবস্থা দেখে আইসিসি-র কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে।
আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তিনটি স্টেডিয়ামকে হ্যান্ডওভার করে দিতে হবে আইসিসি’কে। কিন্তু এখন যা অবস্থা, তা প্রত্যক্ষ করার পরে মনে করা হচ্ছে, তা সম্ভব নাও হতে পারে। আইসিসি-র কাছে একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। তবু হাল ছাড়তে রাজি নয়। গত বছরের আগস্ট মাস থেকে স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ শুরু হয়। আর তা সম্পূর্ণ করতে বলা হয়েছিল ৩১ ডিসেম্বরের মধ্যে। এখনও পর্যন্ত অর্ধেকের বেশি কাজ হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সময় যুক্তরাষ্ট্রে এমনই কাণ্ড ঘটেছিল। পাকিস্তানের বর্তমান পরিকাঠামো নিয়ে চিন্তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। বাড়ছে উদ্বেগ। ভারত অবশ্য পাকিস্তানে গিয়ে খেলবে না। এদিকে আইসিসি-র একটি প্রতিনিধি দল চলতি মাসের শেষ সপ্তাহে পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য পাকিস্তানে যাবেন।