দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম তুলে নিল ভারত

ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

পাকিস্তানে গিয়ে খেলার কোনও সম্ভাবনাই নেই, এমন ধারণাই স্পষ্ট করে দিল ভারত। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ভারত খেলবে না, এমন ভাবনা থেকে পাকিস্তানও নানারকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। তাই ভারত খেলবে না এমন ধোঁয়াশায় পাকিস্তান থেকেও বলা হয়েছে, কোনও ভাবেই কোনও খেলা অন্যদেশে হবে না। তারই মধ্যে পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে। সেই দৃষ্টিহীনদের ক্রিকেটে ভারত অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। অর্থাৎ ওই বিশ্বকাপ থেকে ভারত নাম তুলে নিল।
ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব জানিয়েছেন, এ বার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কিন্তু বিদেশ মন্ত্রক দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়া ছাড়া আর কোনও পথ ছিল না ভারতের।
ভারতই অবশ্য প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তোলেনি। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডও জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাবে না। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। এতে প্রতিযোগিতার আকর্ষণ আর থাকবে না বলে মনে করা হচ্ছে।