শ্রীলঙ্কাকে খুব সহজেই হারিয়ে দিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ভারত। বৈভব সূর্যবংশীর দাপটে ভারতের জয় এল ৭ উইকেটে। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ভারত হেরে গিয়েছিল। অবশ্য তারপরে টানা তিনটি ম্যাচে ভারত জয় তুলে নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখায়। ভারতীয় দল ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করবে।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৮ রানের মধ্যেই তাদের তিনটি উইকেট হারাতে হয়। একমাত্র শ্রীলঙ্কার হয়ে লড়াই করেছিলেন লাকভিন আবেসিংহে। তিনি দলের হয়ে ৬৯ রান করেছেন। ভারতের পেসার যুধাজিৎ গুহ একটি উইকেট পান ১৯ রান দিয়ে। চেতন শর্মা পান পেয়েছেন তিনটি উইকেট ৩৪ রান দিয়ে। আয়ুষ মাত্রে পেয়েছেন দু’টি উইকেট।
শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৭৩ রানে। তার জবাবে ভারতীয় দলকে খেলতে নেমে কোনওরকম চাপের মধ্যে পড়তে হয়নি। আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশী প্রথম থেকেই ঝোড়ো ইনিংস খেলতে থাকেন। দলের জয়ের পথকে এই দুই ক্রিকেটার সহজ করে দেন। ২৮ বলে ৩৪ রান করেছেন আয়ুষ মাত্রে। বৈভব সূর্যবংশী ৩৬ বলে ৬৭ রান করেন। তিনি পাঁচটি ছক্কা ও ছ’টি বাউন্ডারি মেরেছেন। পরবর্তী ক্ষেত্রে আসল কাজটি সেরে ফেলেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে জয়ের প্রয়োজনীয় রানটি তুলে নেয় ভারত। ভারতের জয় আসে ৭ উইকেটে। ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর।