আগামী ২৩ জুন থেকে শুরু হচ্ছে থাইল্যান্ডে মহিলা এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা। চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত হল এশিয়ান কাপের ড্র। ভারতীয় সিনিয়র মহিলা দল বাছাই পর্বে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে। আয়োজক দেশ থাইল্যান্ড। ভারতের গ্রুপে রয়েছে থাইলন্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর ও ইরাক। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। শুধুমাত্র গ্রুপ বিজয়ীরা যোগ্যতা অর্জন করবে। ফাইনাল খেলা আগামী বছরে ১ থেকে ২৬ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। শীর্ষ ছ’টি দল ২০২৭ সালে ব্রাজিলে মহিলা বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।
এদিকে আর্জেন্টিনা বিধ্বস্ত করেছে ব্রাজিলের মতো সেরা দলকে। আর্জেন্টিনা ৪-১ গোলে জিতে কনমেবলের প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে গেছে। আর্জেন্টিনা ১৪ ম্যাচ শেষে লাতিন আমেরিকার দলের মধ্যে এখন তাদের পয়েন্ট হয়েছে ৩১। লিগ টেবলে সাতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনার পয়েন্টের ব্যবধান ১৬। ফলে বাকি চার ম্যাচ তারা হারলেও সেরা ছয়ে থেকে ছিটকে যাওয়ার কোনও ভয় নেই। ফলে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার খেলা।
আবার মূল পর্বে খেলার কথা রয়েছে ইকুয়েডরের। ১৪ ম্যাচ শেষে তারা ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সাতে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৮। ২১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে উরুগুয়ে। চার ও পাঁচে রয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। স্বাভাবিকভাবে এই চারটি দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত বলা যেতেই পারে। তবে শেষ চার ম্যাচ হারলে বিপদ হয়ে যেতে পারে। ভেনেজুয়েলা ১৫ পয়েন্ট নিয়ে সাতে থাকলেও পরপর আগামী চারটি ম্যাচ জিততে পারলে তারা কিন্তু ছয়ে চলে আসতে পারে। শুধু ভেনেজুয়েলা নয়, আশা রাখতে পারে বলিভিয়াও। তাদের ১৪ পয়েন্ট। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে নয়ে দাঁড়িয়ে আছে পেরু। একেবারে তলানিতে রয়েছে চিলি। কনমেবল থেকে ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ছ’টি দল।