ভারতকে শেষ চারে খেলতে হলে হারাতেই হবে পাকিস্তানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মারা জিতলেও, ভারতের মেয়েরা নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়ে শেষ চারে খেলতে যাওয়ার পথ বেশ কঠিন হয়ে গেছে। তাই রবিবার হরমনপ্রীত কৌরদের বড় চ্যালেঞ্জ পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিপক্ষে জেতা ছাড়া কোনও পথ নেই ভারতের মেয়েদের।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের মেয়েরা বারবার দোরগোড়ায় পৌঁছেও ফাইনালে খেলার ছাড়পত্র পায়নি। একবারই ফাইনালে লড়াই করেছেন ভারতের মেয়েরা। আসলে বড় ম্যাচে হয়তো একটু স্নায়ুর চাপে লড়াই থেকে ছিটকে যান ভারতের মেয়েরা। নিঃসন্দেহে ভারত এবার সেরা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বোলাররা ব্যর্থ হয়েছেন। আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছেন হরমনপ্রীতরা। ফিল্ডিং খুবই খারাপ হয়েছে। ব্যাটিংয়ে কেউই বিরাট ভূমিকা নিতে পারেননি। প্রথম ম্যাচে যে ফিল্ডিং দেখা গিয়েছে, তা একেবারে হতাশজনক। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং উন্নত করতেই হবে। দলের পেসার পূজা বস্ত্রকারকে ঠিকমতো ব্যবহার করতে হবে।

মনে রাখতে হবে সব দলের একটা দুর্বলতা থকে। সেই ব্যাপারটা উপলব্ধি করতে হবে। সেই জায়গায় আঘাত হেনে পাকিস্তানকে ঘায়েল করতে হবে। স্পিনারদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় মুহূর্তে বোলারদের ঝলসে উঠতে হবে। ব্যাট করতে নেমে ক্রিকেটারদের চোখ রাখতে হবে বিপক্ষ দলের বোলারদের দিকে। নিঃসন্দেহে পাকিস্তানের মেয়েরাও ছেড়ে কথা বলবে না। তাঁরাও আগ্রাসী ভূমিকা নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবেন। মনে রাখতে হবে, যে কোনও খেলায় ভারত ও পাকিস্তান খেললেই আলাদা একটা উন্মাদনা তৈরি হয়। তাই সবার চোখ থাকবে দুই দেশের মেয়েদের ক্রিকেটে।