নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন পর্বে খেলার জন্য ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার৷ আর এই দিনই যুবভারতী ক্রীড়াঙ্গণে আইএসএল ফুটবলে ফাইনাল খেলা ছিল৷ ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক মোহনবাগান ও মুম্বই দলের কোনও ফুটবলারকে ভারতীয় দলে রাখেননি৷ এই মুহুর্তে ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে৷ আগামী ১০ মে থেকে ভুবনেশ্বরে প্রশিক্ষণ শিবির শুরু করবেন খেলোয়াড়দের নিয়ে কোচ স্টিম্যাক৷ চার সপ্তাহ চলবে এই শিবির৷ আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গণে কাতারের বিরুদ্ধে ভারত লড়াই করবে৷ আর ১১ জুন দোহায় ভারত খেলবে কাতারের বিরুদ্ধে৷ এই দুই ম্যাচের ফলাফলের উপরে ভারতের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করবে৷ আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হেরে যাওয়া এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷ সেই কারণেই দুই ম্যাচে জিততে না পারলে ভারত কোনও ভাবেই পরের রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে না৷ একমাস প্রস্ত্ততি নিয়ে ভারত খেলতে নামবে৷
এর আগে ভারতের যে দল বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে খেলেছিল, সেখানে মোহনবাগানের সাতজন ফুটবলার ছিলেন৷ মুম্বইয়ের বেশ কয়েকজন ফুটবলার ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন৷ সবাইকে বাদ দিয়ে প্রাথমিক পর্যায়ে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে৷ কেন এই দুই দলের খেলোয়াড়দের বাদের তালিকায় রাখা হল, এই বিষয়ে কোচ স্টিম্যাক কিছু বলতে চানি৷ তবে সবার ধারণা, এই দুই দলের খেলোয়াড়দের একটু বিশ্রাম দেওয়া হচ্ছে৷ কারণ তাঁরা আইএসএল ফুটবলের ফাইনাল খেলছে বলে৷ বেশ কয়েকজন আছেন, যাঁরা জাতীয় দলের হয়ে জার্সি গায়ে দেবেন৷ আসলে কোচ চাইছেন, তরুণ ফুটবলারদের একবার দেখে নিতে৷ পরবর্তী সময়ে মোহনবাগান ও মুম্বই দলের খেলোয়াড়দের নেওয়া হতে পারে৷ তাঁদের বাদ দিয়ে ভারতীয় দল গঠন করা বেশ কঠিন৷ মোহনবাগানের শুভাশিস বসু সহ সাহাল আবদুল সামাদ, মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, আকাশ মিশ্র, বিপিন সিংরা দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন৷ ভারতীয় দলের প্রাথমিক দলে রয়েছেন— গোলরক্ষক: অমরিন্দর সিং ও গুরপ্রীত সিংহ সান্ধু৷ ডিফেন্ডার: অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গহলৌত, নিখিল পুজারী এবং রোশন সিং৷ মিডফিল্ডার: ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিং, মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিং ও ভিবিন মোহনন৷ ফরোয়ার্ড: ডেভিড, জিতিন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থির গগৈ, রহিম আলি, সুনীল ছেত্রী৷