ভারত চ্যাম্পিয়ন হলো অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে হারিয়ে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৭ রান করে। ভারতের রানকে তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ৭৬ রানে থমকে যায়। ভারতের জয়ের রূপকার ছিলেন গঙ্গাদি তৃষা। তৃষা লড়াকু ভূমিকা নিয়ে ৪৭ বলে ৫২ রান করে নজর কেড়ে নেন। ফাইনালে তিনি সেরা খেলোয়াড়ের সম্মান পান। ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশের খেলোয়াড়রা ছন্দ হারিয়ে ফেলেন।
বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। প্রথম প্যাচ ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ভারতের ক্রিকেটার তৃষা ছাড়া সেইভাবে দৃঢ়তা প্রকাশ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে তৃষার অবদানকে কোনওভাবে ভুলে থাকা যাবে না।
বাংলাদেশ মাঠে নেমে ভারতকে তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান স্কোরবোর্ডে যোগ করেছে। তারপরেই ভারতের বোলাররা আর প্রতিপক্ষ দলকে মাথা উঁচু করে দঁাড়াতে দেননি। শেষ ৮ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৬৩ রান। কিন্তু ভারতের বোলাররা যেভাবে বল করছিলেন তাতে বাংলাদেশের ক্রিকেটররা বেশ চাপে পড়ে গিয়েছিলেন। ফাহোমিদা ১৮ ও ফোরদৌশ ২২ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র ৭৬ রানে সবাই প্যাভেলিয়নে ফেরত যান। এক কথায় বলা যায় তৃষার ব্যাটের গর্জনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাটা সহজ হয়ে যায় ভারতের।