ঘরের মাঠে অনুষ্ঠিত এ এফসি এশিয়ান কাপ কোয়ালিফাইএর আসরে দারুণ পারফর্মেন্স করে দেখানোর সুবাদে ফিফা রাঙ্কিং এ দু ধাপ ওপরে উঠে এসে ১০৪ তম স্থানে জায়গা দখল করল ভারতীয় ফুটবল দল।
ব্লু ব্রিগেড এখন নিউজিল্যান্ডের (১০৩) থেকে একধাপ নিচে। কয়েকদিন আগেই কোস্টারিকার কাছে হেরে গিয়ে নিউজিল্যান্ডের কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয়। বৃহস্পতিবার ঘোষিত ফিফা রাঙ্কিং এ উন্নতি ঘটল সুনীলদের।
এশিয়ান ফুটবলে ১৯ তম স্থানে রয়েছে ভারত। ইরান প্রথম স্থান দখল করে রেখেছে। বিশ্ব ফিফা রাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছে ব্রাজিল এবং দ্বিতীয়স্থানে রয়েছে বেলজিয়াম। একধাপ উপরে উঠেছে আর্জেন্টিনা তিন নম্বর স্থানে রয়েছে।
চার নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। এছাড়া প্রথম দশের তালিকায় রয়েছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক। এরপর ২৫ আগস্ট আবারো ফিফা রাঙ্কিং ঘোষণা করা হবে।