• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আজ তৃতীয় টেস্ট ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড

মুম্বই টেস্টকে গুরুত্ব দিচ্ছেন কোচ গম্ভীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইতিমধ্যে তিন টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দুটি জয় ছিনিয়ে নিয়েছে ভারতের কাছ থেকে। এককথায় বলা যায় রোহিত-কোহলিদের কোনও পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। ভারতকে লজ্জার হারে দুটো টেস্ট ম্যাচে মুখ লুকিয়ে নিতে হয়েছে। স্বাভাবিকভাবে তৃতীয় টেস্ট ম্যাচটাতে গুরুত্ব অন্যভাবে পৌঁছে গেছে ভারতের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। তা না হলে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতে হবে। আগামী অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট ম্যাচে ভারতকে জিততেই হবে। সেই কারণে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীর খেলতে চান। তাই প্রথম একাদশে বদল চাইছেন না। খুব প্রয়োজন হলে এক বা দুইজনকে বদল করতে পারেন। যদি মুম্বইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে কিছুটা স্বস্তির মধ্যে থাকতে পারবে ভারত। শুক্রবার থেকে এই টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত ব্রিগেড নিউজিল্যান্ডের বিপক্ষে।

কিন্তু এখন প্রশ্ন হল, দ্বিতীয় পেসার কে হবেন ভারতীয় শিবিরে। যশপ্রীত বুমরার সঙ্গী কে হবেন? গত ম্যাচে আকাশদীপ খেললেও, নজর কাড়তে পারেননি। তাহলে কি ভারতীয় দলে আবার আসতে পারেন মহম্মদ সিরাজ। কোনওভাবে কুলদীপ যাদব দলে জায়গা পাবেন না। পুণের মাঠে দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দর যে দক্ষতা দেখিয়েছেন, সেখানে কোনওভাবে তিনি বাদের তালিকায় থাকবেন না। দুই ইনিংস মিলিয়ে তাঁর দখলে ছিল ১১টি উইটেক।

কোচ গৌতম গম্ভীর সবসময় সোজাসাপটা কথা বলেন। কোনও রাখঢাক করতে পারেন না। নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে বিপর্যয়ের জন্য শুধু ব্যাটসম্যানদের দায়ী করলেন না। তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড়ের দলের প্রতি দায়বদ্ধতা আছে। আমি কখনও বলব না ভারতকে ডুবিয়েছেন শুধু ব্যাটসম্যানরা। কেউই দায়িত্ব থেকে দূরে থাকতে পারেন না। হর্ষিত রানাকে নিয়ে এখনই নতুন কোনও ভাবনা নেই। অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য দলে রাখা হয়েছে। এই ম্যাচটা পরীক্ষা-নিরীক্ষার নয়। অত্যন্ত সচেতন হয়ে খেলতে হবে। নতুনদের সুযোগ দেওয়ার কথা ভাবতে হয় পরিস্থিতি বুঝে।

ঘরের মাঠে সিরিজ হারের যন্ত্রণা দিয়েছে কোচ গৌতম গম্ভীরকে। তাতে তিনি কোনও প্রলেপ দিতে রাজি নন। এই হার থেকে দল শিক্ষা নেবে। যন্ত্রণা থেকে আগামী দিনের জন্য ভাবনার আকাশটাকে বড় করতে হবে। ভালো খেলতে সাহায্য করবে ভবিষ্যতে। তরুণ ক্রিকেটাররাও অনুভব করছেন। তাই তাঁদের ভালো ক্রিকেটার হতে প্রেরণা দেবে। অতীতের কথা চিন্তা না করে সামনের পথটাকে উজ্জ্বল করতে কোচ গম্ভীর পরামর্শ দেন। তাই কোচ গম্ভীর আরও বলেন, পরিবেশ ও পরিস্থিতি উপলব্ধি করতে হয়। প্রত্যেকেই তাঁর সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হতে হয়। হারের লজ্জা থেকে জেদ আসে।

এটা ঠিক প্রতিপক্ষ দলের বোলারদের মোকাবিলা করার ক্ষেত্রে তরুণ ক্রিকেটার রক্ষণাত্মক খেলার টেকনিকের অভাব রয়েছে। এই কথা স্বীকার করে কোচ বলেন, এর জন্য দায়ী টি-টোয়েন্টি ক্রিকেট। যত বেশি টি-টোয়েন্টি ক্রিকেটখেলা হবে, ততই টেস্ট খেলতে সমস্যা হবে। তাই সব ফরম্যাটে খেলতে ক্রিকেটারদের রক্ষণাত্মক ভূমিকা পালন করা উচিত। এদিকে ওয়াংখেড়ের উইকেট নিয়ে কথাউঠেছে। ভালো উইকেটে খেলা হলে ক্রিকেটারদের আসল চরিত্রটা প্রকাশ পায়। কোনও ম্যাচই সহজ নয়। খেলার আগে হেরে বসলে চলবে না। তাই সাহসী ক্রিকেট খেলতে না পারলে বিপদ ঘনীভূত হয়। সেই কারণে মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের হাসি হাসতে চায় ভারতীয় দল।