মালয়েশিয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পিভি সিন্ধু ও পারুপল্লি কাশ্যপ দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেও, প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল।
আবারো একটা প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সাইনাকে। তিনি এখন আর নিজের সেরা ফর্মের মধ্যে নেই সেটা বেশ কিছুদিন ধরেই বোঝা যাচ্ছে।
একের পর এক প্রতিযোগিতা থেকে সাইনা বিদায় নিচ্ছেন। কখনো প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড এর থেকে বেশি এগোতেই পাচ্ছেন না লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ।
বি জয়ী ভারতীয় এই শার্টলার। আমেরিকার ৩৩ তম রাঙ্কিং এ থাকা আইরিশ ওয়াংয়ের কাছে মাত্র ৩৭ মিনিটে সাইনা প্রথম রাউন্ডের খেলায় হেরে গেলেন। খেলার ফলাফল ১১-২১, ১৭-২১ গেমে।
মেয়েদের অন্য সিঙ্গেলস র খেলায় পিভি সিন্ধু খুব সহজেই জিতে গেলেন। প্রথম রাউন্ডের খেলায় তিনি হারিয়ে দিলেন থাইল্যান্ডের শাটলার পর্ণপাওয়াইকে।
খেলার ফলাফলফলাফল ২১-১৩, ২১-১৭ গেমে। দ্বিতীয় রাউন্ডের খেলায় সপ্তম বাছাই সিন্ধুকে মুখোমুখি হতে হবে আরো এক থাইল্যান্ডের প্রতিযোগীর বিরুদ্ধে।
প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পারুপাল্লি কাশ্যপ ছেলেদের সিঙ্গেলসে জয় দিয়ে নিজের যাত্রা শুরু করলেন। কোরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে তিনি জয় তুলে নিলেন ২১-১২, ২১-১৭ গেমে।
অন্যদিকে বিসাই সুমিত ও অশ্বিনী পোনাপ্পা জুটি হেরে গেলেন। তারা হারলেন ৫২ মিনিট লড়াই করে ১২-২১, ২১-১৯, ১৭-২১ গেমে, নেদারল্যান্ডের প্রতিযোগী জুটির কাছে।