• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

শিলিগুড়িতে নতুন রূপে গােষ্ঠ পালের মূর্তি

ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলােয়াড় পদ্মশ্রী গােষ্ঠ পালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তার ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হয় শুক্রবার।

গােষ্ঠ পাল মূর্তি (Photo:SNS)

শিলিগুড়ি পুরসভার উদ্যোগে ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলােয়াড় পদ্মশ্রী গােষ্ঠ পালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তার ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হয় শুক্রবার।

শিলিগুড়ি পুরসভার অর্থানুকুল্যে বিধান রােডে তার পূর্ণাবয়ব মূর্তিটিকে নবরূপদান করা হয়েছে। শুক্রবার শিলিগুড়ি বিধান রােডের গােষ্ঠ পাল মােড়ে এনিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন। সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

News Hub