বেহালার শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় আট দলের ১৫ বছর বয়সী ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল হাওলা স্টেডিয়ামে। ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল আয়োজক শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমি। চ্যাম্পিয়ন হয় বিধাননগর ১-০ গোলে শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে। ছোটদের এই ফুটবল খেলাকে ঘিরে দারুন উৎসাহ চোখে পড়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, এই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিভাবান ফুটবলারদের চিহ্নিত করা যেতে পারে।
উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার ও কোচ জহর দাস, অমিত ভদ্র, সুবীর সরকার, জয়ন্ত সেন সহ অ্যাকাডেমির কর্ণধার স্বপন ব্যানার্জি। শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমির সচিব গৌতম দাস জানান, এই প্রতিযোগিতা থেকে সারা ভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবজার্ভার হিসেবে সুজাতা করকে পাঠানো হয়েছিল। তিনি পাঁচজন ফুটবলারকে বাছাই করেছেন। তারা ফেডারেশন পরিচালিত ভুবনেশ্বরের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পারেন।