কোস্টারিকা– লিওনেল মেসি খেলবেন না আগেই জানা ছিল৷ ৪৮ ঘন্টা আগে অ্যাঞ্জেল ডি মারিয়াকে হত্যার হুমকি দিয়েছিল উগ্রপন্থীরা৷ তাই ভাবা গিয়েছিল ডি মারিয়া হয়তো খেলবেন না৷ যদিও কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগে জানিয়ে দিয়েছিলেন, ডি মারিয়া প্রথম একাদশেই থাকবেন৷ সেই ডি মারিয়া মনের কোনে জমে থাকা ভয়, আশঙ্কা রেখেও নিজেকে উজাড় করে দিলেন৷ তাঁর জন্যই মূলত আর্জেন্টিনা পিছিয়ে থাকা সত্ত্বেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল৷ খেলা ছিল কোস্টারিকার সঙ্গে৷ লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে ম্যানফ্রেড উগালদে ৩৪ মিনিটে গোল দিয়ে এগিয়ে দেন কোস্টারিকাকে৷ ৫১ মিনিট অব্দি পিছিয়ে ছিল আর্জেন্টিনা৷ ততক্ষণে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে নীল-সাদা জার্সিধারীরা৷ ৫২ মিনিটে ফ্রি-কিক পায় স্কালোনি বাহিনি৷ যেহেতু মেসি নেই তা শট নিতে যান ডি মারিয়া৷ তাঁর নেওয়া দুরন্ত শট কোস্টারিকার গোলকিপার কেইলর নাভাসের বাঁ দিক দিয়ে জালে জডি়য়ে যায়৷ তার ঠিক চার মিনিট পরে ফের গোল পেয়ে যায় আর্জেন্টিনা৷ এই গোলটা হয় হেডে হেডে৷ নিকোলাস ওটামেন্ডির হেড করা বল গিয়েছিল নিকোলাস তালিয়াফিকোর কাছে৷ তালিয়াফিকোর হেড পোস্টে লেগে ফিরে এলে হেডে গোল করে যান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার৷ শেষ গোলটি পায় আর্জেন্টিনা ৭৬ মিনিটে৷ এবার গোলটি করেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ৷ ফাইনাল পাশটা বাডি়য়ে ছিলেন রড্রিগো ডি পল৷ দীর্ঘদিন পর গোল পেলেন লাওতারো৷ ৩-১ জয়ের ফলে কোস্টারিকার বিপক্ষে অপরাজেয় থাকল আর্জেন্টিনা৷ গত শনিবার এল সালভাদোরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল স্কালোনি বাহিনি৷ কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো খেলছে আর্জেন্টিনা৷ দুটো ম্যাচ জিতে তাই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন স্কালোনি৷