৩৬ বছর পর কপিলের রেকর্ড ভাঙলেন ইমাম উল হক

ইমাম উল হক (Photo: Twitter)

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিলদেব একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম বয়সে ১৫০ বা তার বেশি রানের রেকর্ড গড়েছিলেন তা দিনে দিনে পাকিস্তানের ওপেনার ইমাম উল হক ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের তৃতীয়টিতে ইমাম উল হক ১৩১ বলে ১৫১ রান করেছেন। ১৫১ রান করেছেন মাত্র ২৩ বছর বয়সে।

৩৬ বছর আগে কপিলদেব বিশ্বকাপে জিম্বাবােয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ২৪ বছর বয়সে ইংল্যান্ডের টার্নব্রিজ ওয়েলসে। তবে তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে ৩৫৯ রান করলেও ইংল্যান্ড ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। তারা এখন সিরিজে ২-৩ ম্যাচে এগিয়ে। দু’দেশের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল।

কেনিংটন ওভাল মাঠের ছােটো বাউন্ডারির সুযােগ নিয়ে ইমাম উল হক যােলােটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি করেছেন। পাকিন্তানের পক্ষে আসিফ আলি ৫২ এবং হ্যারিস সােহেল ৪১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস চারটি উইকেট নেন।


৩৫৯ রান তাড়া করতে নেমে। ইংল্যান্ড তাদের দুই ওপেনার জন বেয়ারস্টো ও জেশন রয়ের প্রথম উইকেট জুটিতে ১৫৯ রানের দৌলতে অনায়াস জয় পেয়ে যায়। বেয়ারস্টো ৯৩ বলে ১২৮ রান করেছেন পনেরােটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা সহ। জেসন রয় ৫৫ বলে ৭৬ রান করেন আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা সহ। ৩৩ বল বাকি থাকতেই ইংল্যান্ড জয় পেয়ে যায়।