• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

পাকিস্তানের প্রথম ম্যাচে ইমাদ খেলতে পারছেন না

নিউইয়র্ক— ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্যায়ের শেষে পাকিস্তানকে বিদায় নিতে হয়৷ স্বাভাবিকভাবেই পাকিস্তান দলের এই অবস্থানে ক্রিকেটপ্রেমীরা হতাশই হয়ে গিয়েছিল৷ এমনকি বাবর আজমের দলকে দেশে ফিরে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল৷ বাবর আজম তাঁর অধিনায়কের ব্যাটনটাও ছেড়ে দিয়েছিলেন৷ তবে পাকিস্তানের খেলা থাকলে ক্রিকেট দুনিয়া অবশ্যই অপেক্ষায় থাকে কী ফলাফল হবে, সেই দিকে৷

নিউইয়র্ক— ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্যায়ের শেষে পাকিস্তানকে বিদায় নিতে হয়৷ স্বাভাবিকভাবেই পাকিস্তান দলের এই অবস্থানে ক্রিকেটপ্রেমীরা হতাশই হয়ে গিয়েছিল৷ এমনকি বাবর আজমের দলকে দেশে ফিরে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল৷ বাবর আজম তাঁর অধিনায়কের ব্যাটনটাও ছেড়ে দিয়েছিলেন৷ তবে পাকিস্তানের খেলা থাকলে ক্রিকেট দুনিয়া অবশ্যই অপেক্ষায় থাকে কী ফলাফল হবে, সেই দিকে৷ স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান ঘুরে দাঁড়াতে নতুন করে পরিকল্পনা কষতে শুরু করে৷ এমনকি দলে কিছু পরিবর্তন আনা হয়৷ বৃহস্পতিবার আয়োজক আমেরিকার বিরুদ্ধেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে অংশ নিচ্ছে৷ অবশ্য আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে দুটো প্রস্ত্ততি ম্যাচে জয়লাভ করেছে এবং এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আমেরিকা জয় পেয়েছে৷

স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে ভরপুর আমেরিকা নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে৷ তবে পাকিস্তান শিবিরে প্রথম ম্যাচে অংশ নেওয়ার আগে একটা ধাক্কা খেতে হল৷ চোটের কারণে এই ম্যাচে পাওয়া যাবে না অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে৷ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকরা ওয়াসিমকে পরীক্ষা করে জানিয়েছেন তাঁর পক্ষে আমেরিকার বিরুদ্ধে খেলা সম্ভব হবে না৷ গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে যখন নেটে প্র্যাকটিস করছিলেন, তখন ডানদিকের পাঁজরে একটা টান লাগে৷ সেই টান এখনও পুরোপুরি নিরাময় হয়নি৷ তবে চিকিৎসকরা বলেছেন, আগামী রবিবার অর্থাৎ ৯ জুন ভারতের বিরুদ্ধে তিনি হয়তো খেলতে পারবেন৷
আসলে এই মুহূর্তে পাকিস্তান দলের ইমাদ ওয়াসিম গুরুত্বপূর্ণ খেলোয়াড়৷ চলতি বছরে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে খেলেছেন৷ তিনটি ম্যাচে তিনি সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন৷ সেই কারণে বিশ্বকাপ দলের তাঁর ঠাঁই হয়েছিল৷ যেহেতু প্রথম ম্যাচে ইমাদ ওয়াসিম খেলতে পারছেন না, সেই জায়গায় খেলতে নামবেন শাদাব খান৷

ইতিমধ্যে পাকিস্তান ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ইমাদ মোট ৫৩৫ রান করেছেন৷ উইকেট পেয়েছেন ৭০টি৷ স্বাভাবিকভাবে অলরাউন্ডার হিসেবে ইমাদ অবশ্যই অপিহার্য খেলোয়াড়৷ গত বছরে পাকিস্তান দলে ধারাবাহিকভাবে সুযোগ সেইভাবে না পাওয়ায় ইচ্ছা প্রকাশ করে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ইমাদ ওয়াসিম৷ ক্রিকেট কর্মকর্তাদের এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে ইমাদ চলতি বছরে অবসর ভেঙে আবার খেলার মাঠে ফিরে আসেন৷ তাঁর একটাই লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে বড় রান উপহার দেওয়া এবং জয় তুলে আনা৷ পাকিস্তান দলে ফিরে এলেও তিনি প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি৷