কলকাতা ফুটবল লিগের খেলা নিয়ে আদালতে বড় ধাক্কা খেল আইএফএ। লিগ চ্যাম্পিয়নশিপ ঘোষণা করা চলবে না আগামী ১৯ মার্চ পর্যন্ত। আইএফএ-র ক্রীড়াসূচি নিয়ে আলিপুর আদালতে আবেদন করে ডায়মন্ড হারবার ক্লাব। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত।
উল্লেখ্ করা যেতে পারে, কলকাতা ফুটবল লিগ নিয়ে গড়িমসি এবং ইচ্ছেমতো ক্রীড়াসূচি তৈরি করে আইএফএ কোনও এক দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে আবার অন্য দলকে বিপদে ফেলে দেওয়া হচ্ছে। অনিয়মের কাছে কোনও ভাবেই আপস করা নয়, এমন মনোভাব প্রকাশ করে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের অন্যতম কর্মকর্তা আকাশ ব্যানার্জি আইএফএকে তীব্র সমালোচনা করেছেন। অনুরোধ করা সত্ত্বেও আইএফএ তাদের ম্যাচ দিয়ে একদিন অন্তর ফেলে দিয়ে খেলার জন্য চিঠি পাঠাতে থাকে। তখনই ডায়মন্ড হারবার ক্লাব থেকে বলা হয়েছিল, আইলিগ-টু’তে যেমন দল খেলছে, তেমনই আবার রিলায়েন্স ডেভেলপমেন্ট ফুটবল লিগেরও খেলা চলছে। তার মাঝখানে কলকাতা ফুটবল লিগে খেলা দিয়ে দেয় আইএফএ ডায়মন্ড হারবারকে। তখনই ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের পক্ষে একদিনের ব্যবধানে কোনওভাবেই খেলা সম্ভব হবে না। কিন্তু আইএফএ এ বিষয়ে কোনওরকম কর্ণপাত করেনি। বরঞ্চ তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই এই ফুটবলার ডায়মন্ড হারবার দলের হয়ে খেলতে পারবেন না।
এই বিষয়ে ক্লাবের অন্যতম কর্মকর্তা আকাশ ব্যানার্জি বলেন, আমার জানা নেই আইএফএ সচিব কীভাবে দল নির্বাচন করে দিচ্ছেন। আমার জানা ছিল না তিনি কোচ বা মেন্টর কিনা। আগে যদি জানতে পারতাম, তাহলে কোচ কিভু ভিকুনার পরিবর্তে ওনাকেই দায়িত্ব দিয়ে দিতাম। আমাদের কোনও ক্লাবের বিরুদ্ধে অভিযোগ নয়, আমরা বলেছি, নিয়মের মধ্যে আইএফএ চলুক। শুধু তাই নয়, একটা বিরাট ব্যবধান ছিল সন্তোষ ট্রফির পরে। তখন অনুরোধ করেছিলাম, ওই সময়ের মধ্যে খেলা দিয়ে দিতে। মানসিকভাবে তৈরি করতে পারতাম। কিন্তু আইএফএ কোনও কথাই শুনতে চায়নি। আমরা ফুটবলের স্বার্থে সবসময়ই পাশে থাকতে চাই। কিন্তু আইএফএ-র অনিয়মের পথে চলতে রাজি নই। শুধু ইস্টবেঙ্গল কেন, একই কারণে মহমেডানের বিরুদ্ধে তাদের পক্ষে খেলা সম্ভব হবে না বলে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও আমাদের খেলা দেওয়া হয়েছিল। আমাদের কিছু করার ছিল না। তাই মাঠেও যাইনি।
আকাশ ব্যানার্জি আরও বলেন, এই অনিয়মের বিরুদ্ধে আমরা আইনের পথে গিয়েছিলাম। আদালতে পুরো ঘটনাটি জানানো হয়।
মাননীয় বিচারপতি অবশ্যই এই অনিয়মের কথা উপলব্ধি করেছেন। তাই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ ঘোষণায়। তাই আদালতের এই রায় অবশ্যই আইএফএ’কে বড় ধাক্কা দিয়েছে। আগামী ১৯ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আকাশ ব্যানার্জি বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। পরবর্তী দিনে আদালত কী বলবেন, তার জন্য অপেক্ষায় রয়েছি। আদালতের রায়কে আমরা মান্যতা দিয়েছি। আবার ডায়মন্ড হারবার ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন, আদালতের এই রায় আমাদের নৈতিক জয়। কলকাতা ফুটবল লিগ কবে শেষ হবে, তা এখন বিশ বাঁও জলে।