• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বিশ্বকাপ জিততে চাইলে… রোহিতদের পরামর্শ বীরুর

দিল্লি: টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ট্রফি জয়ের খরা কবে কাটবে? ২০১১ সালের পর থেকে ভারতীয় টিমের কাছে বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গিয়েছে৷ গত বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ ছিল রোহিত-বিরাটদের কাছে৷ কিন্ত্ত আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল রোহিত শর্মার ভারত৷ সামনে ফের একটা বিশ্বকাপ৷ মেন ইন ব্লুর

দিল্লি: টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ট্রফি জয়ের খরা কবে কাটবে? ২০১১ সালের পর থেকে ভারতীয় টিমের কাছে বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গিয়েছে৷ গত বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ ছিল রোহিত-বিরাটদের কাছে৷ কিন্ত্ত আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল রোহিত শর্মার ভারত৷ সামনে ফের একটা বিশ্বকাপ৷ মেন ইন ব্লুর কাছে সুযোগ রয়েছে ট্রফি ক্যাবিনেটে আরও একটি টি-২০ বিশ্বকাপ ট্রফি তোলার৷ কিন্ত্ত তার জন্য ভারতীয় টিমকে কী করতে হবে? অবশ্যই ভালো পারফর্ম করতে হবে৷ আর? ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ জানিয়েছেন, ঠিক কোন জিনিসটা এখন মিসিং ভারতীয় টিমে এবং ড্রেসিংরুমে৷

২০১৩ সালে ভারত শেষ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল৷ মহেন্দ্র সিং ধোনি তখন ছিলেন ভারত অধিনায়ক৷ তিনিই ভারতকে প্রথম টি-২০ বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন৷ এ বার রোহিত শর্মার পালা এই তালিকায় লম্বা করার৷ সম্প্রতি এক ইভেন্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ জানিয়েছেন, তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটারদের ভয়ডরহীন খেলা উচিত৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বীরুর এক ভিডিও ভাইরাল৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা যদি শেষ ওডিআই বিশ্বকাপ ফাইনাল দেখি, যেখানে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল, সেখানে টিমের কেউ ১১ ওভারের পর থেকে ৪০ ওভার অবধি ভয়ডরহীন খেলেনি৷ আমরা মাত্র ১টা বা ২টো চার মেরেছিলাম৷’
এরপরই বীরু নিজের খেলার সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার উদাহরণ দিই৷ যখন আমি ভারতীয় টিমের অংশ ছিলাম, ২০০৭-০৮ থেকে ২০১১ ওডিআই বিশ্বকাপ অবধি আমরা প্রতিটা ম্যাচকে নকআউট ম্যাচ হিসেবে দেখতাম৷ যেমন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, আমরা হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাব৷ তাই আমরা ২০০৭-০৮ থেকে ২০১১ সাল অবধি বেশ কয়েকটি টুর্নামেন্টে জিতেছিলাম এবং সে বারের বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম৷’

বীরুর কথায়, বর্তমান ভারতীয় টিমও তাঁদের সময়কার পন্থা অবলম্বন করতে পারে৷ তিনি বলেন, ‘এই ভারতীয় টিমও সেটা করতে পারে৷ নিজেদের প্রত্যেকটা ম্যাচকে নকআউটের ম্যাচ ভাবতে পারে৷ যে আমরা যদি ম্যাচ হারি, তা হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাব৷ তা হলেই মানসিকতা বদলে যাবে৷ আর ড্রেসিংরুমে এই মানসিকতাটাই প্রয়োজন৷ নির্ভয়ে খেলতে হবে, সাহসিকতা নিয়ে খেলতে হবে, কিছুটা ঝুঁকি নিয়ে খেলতে হবে৷ আমার মনে হয় ভারতীয় টিমে এটার অভাব রয়েছে৷’