• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টি-২০ বিশ্বকাপে ভারত যদি শেষ চারে খেলে, তার জন্য অন্য নিয়ম

মুম্বই— যে কোনও বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, সেই ভাবনাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অতিরিক্ত দিন রেখে দেয়৷ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য অতিরিক্ত দিন রয়েছে৷ তবে দ্বিতীয় সেমি ফাইনালের জন্য কোনও রকম অতিরিক্ত দিন ধার্য করা হয়নি৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে

মুম্বই— যে কোনও বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, সেই ভাবনাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অতিরিক্ত দিন রেখে দেয়৷ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য অতিরিক্ত দিন রয়েছে৷ তবে দ্বিতীয় সেমি ফাইনালের জন্য কোনও রকম অতিরিক্ত দিন ধার্য করা হয়নি৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে ২৬ জুন৷ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে রাত সাড়ে আটটায়৷ ভারতীয় সময় তখন ২৭ জুন সকাল ৬টা৷ সেদিন বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে খেলা না হলে ২৭ জুন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলা হবে৷ অর্থাৎ প্রথম সেমিফাইনালের জন্য অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে৷ এই ম্যাচটা হবে ত্রিনিদাদে৷ আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের সময়ানুযায়ী সকাল সাড়ে দশটায়৷ ভারতীয় সময়সূচি অনুযায়ী ওই খেলা হবে রাত আটটা৷ এই ম্যাচের জন্য কোনওরকম অতিরিক্ত দিন নেই৷ আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত চার ঘণ্টা দশ মিনিট বরাদ্দ রেখেছে৷ বৃষ্টির জন্য খেলা যদি দেরিতে শুরু হয়, সেক্ষেত্রে ওভারের সংখ্যা কমে যাবে৷ কিন্ত্ত পরের দিন খেলার কোনও আয়োজনের ব্যবস্থা নেয়নি৷ আর এই ম্যাচ হয়ে গায়ানায়৷

কেন এমন ব্যবস্থা করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল হবে ২৯ জুন৷ ফাইনালে যে দু’টি দল খেলবে, তাদের ব্রিজটাউনে নিয়ে আসা হবে ২৮ জুন৷ অর্থাৎ ফাইনালে ওঠা দু’টি দলকে ওয়েস্ট ইন্ডিজের অন্য দেশে নিয়ে গিয়ে ফাইনাল খেলতে হবে৷ তাই ২৮ জুন কোনও ম্যাচ রাখা হয়নি৷ সেই কারণে ভারতীয় ক্রিকেট দল যদি বিশ্বকাপের শেষ চারে ওঠে, তাহলে তাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে হবে৷ ভারতীয় ক্রিকেট প্রেমীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি’র কর্মকর্তারা৷ ফলে ভারতে সেমিফাইনালের জন্য কোনও অতিরিক্ত দিন নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে৷