• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

আইসিসি’র ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শুভমন

ফেব্রুয়ারিতে আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও।

ফাইল চিত্র

এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দলের ওপেনার হিসেবে এবং রয়েছেন শীর্ষস্থানে আইসিসির ওয়ানডে ক্রমতালিকায়। এবার একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন গিল।

ফেব্রুয়ারিতে আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও। কিন্তু শেষ পর্যন্ত স্মিথ এবং ফিলিপসকে হারিয়ে সেই খেতাব পেলেন গিল।

ফেব্রুয়ারি মাসে ভারত বনাম এবং ইংল্যান্ডের ট্যুরের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির যে দু’টি ম্যাচ ফেব্রুয়ারিতে ছিল, সেখানেও তিনি রান পেয়েছেন। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে ৫ ম্যাচে গিল করেন ৪০৬ রান। গড় ১০১.৫০। স্ট্রাইক রেট ৯৪.১৯। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওডিআই’তে দুটোতে অর্ধ শতরান এবং একটিতে শতরান করেন ভারতের সহ-অধিনায়ক। আবার চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন তিনি। এই পারফরম্যান্সকে উপেক্ষা করেনি আইসিসি।

মাসের সেরা ক্রিকেটার হওয়াতে গিল বলছেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে পারলে ভালো লাগে। আর সেই অবদানের স্বীকৃতি পেলে আরও ভালো লাগে।’ গিলের সঙ্গে মহিলা ক্রিকেটারদের মধ্যে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার আলানা কিং।