• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

প্রথম ম্যাচ শেষে আইসিসি জরিমানা করল রিজওয়ানদের

ভেবেছিলাম ২৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার খেলতে নামছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার স্বীকার করেছে পাকিস্তান দল। পাকিস্তানের পারফরম্যান্সে সেইভাবে কেউ খুশি নন। তারপরেও আইসিসি পাকিস্তান দলকে জরিমানা করেছে। যার ফলে হারের পরে জরিমানায় তাদের আত্মবিশ্বাসে চির ধরেছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর গতিতে বল করেছে পাকিস্তান। নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও একটি ওভার বাকি ছিল পাকিস্তানের। তাই ক্রিকেটারদের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আইসিসি-র এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই শাস্তি দিয়েছেন। তা মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। ফলে সরকারি শুনানির কোনও প্রয়োজন নেই। মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো এবং শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার আলেক্স হোয়ার্ফ অভিযোগ এনেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। করাচিতে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩২০/৫ স্কোর করে নিউজিল্যান্ড। উইল ইয়ং এবং টম লাথাম শতরান করেন। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ২৬০ রানেই। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

নিউজিল্যান্ডের কাছে হারের পর রিজওয়ান বলেন, ‘বড় রানের লক্ষ্য দিয়েছিল ওরা। আমরা ভাবিনি এত রান তাড়া করতে হবে। ভেবেছিলাম ২৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব। নিজেদের সেরাটাই দিয়েছি আমরা। সব পরিকল্পনা কাজে লাগিয়েছি। কিন্তু ওরা খুব ভাল খেলেছে। বড় রানের লক্ষ্য দিয়েছিল আমাদের। আমরা ব্যাট করার সময় বেশকিছু ভুল করেছি। সাধারণ ম্যাচ হিসেবে এটা দেখা উচিত হয়নি। যখন অনুভব করা গেল ব্যাপারটা, তখন ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে আশা করছি, আগামী ম্যাচ থেকেই দলের মধ্যে অনেককিছু পরিবর্তন হয়ে যাবে।’