• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

‘আজীবন এই দলটাকে ধরে রাখতে চাই’ শাহরুখ খান

মুম্বই– দশ বছর পর আইপিএল জয়৷ নাইট রাইডার্সের ট্রফির সেলিব্রেশন কি এত তাড়াতাড়ি থামে? ক্রিকেটাররা তো আছেনই, সেই সঙ্গে রয়েছেন শাহরুখ খান৷ গৌতম গম্ভীরদের মাঝে দাঁড়িয়ে সকলকে একসঙ্গে বেঁধে রাখার আবেদন করলেন আবেগপ্রবণ নাইট মালিক৷ রবিবার আইপিএল ফাইনালে হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে কেকেআর৷ জিতে নিয়েছে তৃতীয় শিরোপা৷ গৌতম গম্ভীরকে নাইটদের মেন্টর হিসেবে ফিরিয়ে আনা যে ‘মাস্টারস্ট্রোক’,

মুম্বই– দশ বছর পর আইপিএল জয়৷ নাইট রাইডার্সের ট্রফির সেলিব্রেশন কি এত তাড়াতাড়ি থামে? ক্রিকেটাররা তো আছেনই, সেই সঙ্গে রয়েছেন শাহরুখ খান৷ গৌতম গম্ভীরদের মাঝে দাঁড়িয়ে সকলকে একসঙ্গে বেঁধে রাখার আবেদন করলেন আবেগপ্রবণ নাইট মালিক৷ রবিবার আইপিএল ফাইনালে হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে কেকেআর৷ জিতে নিয়েছে তৃতীয় শিরোপা৷ গৌতম গম্ভীরকে নাইটদের মেন্টর হিসেবে ফিরিয়ে আনা যে ‘মাস্টারস্ট্রোক’, তা স্বীকার করে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ তার আগে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন গম্ভীর৷ জানা যাচ্ছে, ‘মন্নত’-এ তাঁর সঙ্গে দু’ঘণ্টা আলাদা করে বৈঠক করেন শাহরুখ৷ গম্ভীরকে নাকি ‘ব্ল্যাঙ্ক চেক’-ও দেন৷ দশ বছরের চুক্তিতে নাইট রাইডার্সে আসার প্রস্তাব দেওয়া হয়৷ যার কিছুই জানতে পারেননি লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷ চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে আলাদা করে ধন্যবাদ জানান বলিউডের বাদশা৷ দলের সকলের সামনেই তিনি বলেন, ‘কখনও আলাদা করে তোমাকে ধন্যবাদ জানানো হয়নি৷ আজ সেটাই জানাতে চাই৷’ তারপরই এক অদ্ভুত অনুরোধ করেন কিং খান৷ সুনীল নারিনকে নাচতে দেখেছেন৷ এবার তিনি চান গম্ভীরও নাচের তালে পা মেলান৷ শাহরুখের প্রস্তাবে শুধুই মুচকি হাসলেন গম্ভীর৷ তবে দলের বিষয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ৷ তিনি বলেন, ‘সকলকে অসংখ্য ধন্যবাদ৷ তোমরা অসাধারণ৷ এর পর তোমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তাই অনেক শুভেচ্ছা৷ আমরা প্রত্যেকে তোমাদের খুব ভালোবাসি৷ আজীবন এই দলটাকে ধরে রাখতে পারলে খুব ভালো হত৷ এভাবেই খেলে যেতে আর আমার বক্তব্য সহ্য করতে৷’ নাইটভক্তরাও নিশ্চয়ই সেটাই চাইবে৷