প্লে অফ ম্যাচে আজ আমেদাবাদে কলকাতার সামনে হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে প্লে অফে জায়গা করে নিয়েছে কলকাতা নাইটরাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ এবারেও নিঃসন্দেহে আইপিএল ক্রিকেটে দুরন্ত খেলে সবচেয়ে আগে প্লে-অফ ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছে কলকাতা নাইটরাইডার্স৷ শ্রেয়স আইয়ারের কলকাতা দল এবারের টুর্নামেন্টে প্রথম থেকেই ভালো খেলার নজির গড়েছে৷ স্বাভাবিকভাবেই বলতে পারা যায়, আইপিএল ক্রিকেটে খেতাব লড়াইয়ে কলকাতা অনেকটাই এগিয়ে থাকবে৷ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লে অফ ম্যাচ৷ প্রথম প্লে অফ ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইটরাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ৷ খেলা হবে আহমেদাবাদে৷ বুধবার আহমেদাবাদেই এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ তবে এবারে বেঙ্গালুরু দল একেবারে শেষ মুহূর্তে প্লে অফ খেলার টিকিট পায়৷ বিরাট কোহলির দল প্লে অফ ম্যাচে খেলবে কিনা, তা নিয়ে সবারই একটা আশঙ্কা ছিল৷ কিন্ত্ত শেষ ম্যাচে কোহলিরা যেভাবে ম্যাচটা জিতেছে, তা নতুন করে বলার নেই৷ আর ওই জয়ের ফলেই বেঙ্গালুরু দল প্লে অফ ম্যাচে খেলার সুযোগ পেয়ে যায়৷ বুধবার রাজস্থান ও বেঙ্গালুরু ম্যাচের দিকে সবার নজর থাকবে৷ এই প্লে অফ ম্যাচের তিনটি ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই৷ অর্থাৎ অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে৷ তা না হলে ম্যাচ ভেস্তে যাবে৷ এবারের আইপিএল ক্রিকেটে শেষ পর্বে বৃষ্টি অন্তরায় হয়ে দাঁড়ায়৷ গুজরাত থেকে গুয়াহাটি হয়ে হায়দরাবাদে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়৷ এখানে উল্লেখ করা যেতে পারে, কলকাতা নাইটরাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলার দিন প্রচুর বৃষ্টি হয়েছিল৷ এমনকি ওই বৃষ্টির কারণে খেলা নির্ধারিত ওভার কমিয়ে দেওয়া হয়৷ বৃষ্টি থেমে যাওয়ার পরে খেলা শুরু হয় এবং ১৬ ওভারের খেলা হয়েছে৷ ওই খেলায় কলকাতা জয়লাভ করেছিল মুম্বইকে হারিয়ে৷

কয়েকদিন আগেই আহমেদাবাদে কলকাতা ও গুজরাটের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়৷ তখন মাঠের জলনিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে৷ এমনকি বৃষ্টির সময় পিচ ও তার চারপাশে ঢাকা থাকলেও অন্যত্র ঢাকার কোনও বন্দোবস্ত ছিল না৷ ভাবতে অবাক লাগে ৮০০ কোটি টাকার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন দূরবস্থা৷ ফলে জল সরাতে অনেক বেশি সময় লাগে৷

যদিও মঙ্গল ও বুধবার বৃষ্টি হয় এবং খেলা ভেস্তে যায়, তাহলে সবচেয়ে বেশি সুবিধার জায়গায় পৌঁছে যাবে কলকাতা দল৷ তার প্রধান কারণ হল পয়েন্টের তালিকায় কলকাতা অনেকটা এগিয়ে রয়েছে৷ আর ভেস্তে গেলে তাদের ঘরে জমা পড়বে ১ পয়েন্ট৷ তাই কলকাতা ও হায়দরাবাদের ম্যাচ ভেস্তে গেলে কলকাতাকেই জয়ী বলে ঘোষণা করা হবে৷ অন্যদিকে রাজস্থান ও বেঙ্গালুরু ম্যাচ যদি ভেস্তে যায়, সেক্ষেত্রে পয়েন্টের খতিয়ানে রাজস্থান এগিয়ে থাকবে৷ সেক্ষেত্রে রাজস্থানকে জয়ী বলে ঘোষণা করা হবে৷ স্বাভাবিকভাবে তখন বিরাট কোহলির বেঙ্গালুরু দলকে বিদায় নিতে হবে৷


আইপিএলের নিয়মানুসারে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে এলিমিনেটরের জয়ী দলকে৷ অর্থাৎ যদি এই নিয়মের ভিত্তিতে খেলা ভেস্তে যায়, তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হতে হবে হায়দরাবাদ ও রাজস্থানকে৷ আর ওই খেলাট আগামী শুক্রবার চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে৷ ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ অর্থাৎ বর্ষা এসে গেছে৷ চেন্নাইতে যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তখন পয়েন্টের তালিকায় উপরে থাকা হায়দরাবাদ ফাইনালে খেলবে৷ তখন বাদ যাবে রাজস্থান৷ অর্থাৎ বৃষ্টিতে প্লে অফ ম্যাচে তিনটি ম্যাচ ভেস্তে গেলে তালিকায় শীর্ষে থাকা দু’টি দল ফাইনলে খেলবে৷ তখন কলকাতা এবং হায়দরাবাদকে দেখতে পাওয়া যাবে ফাইনাল খেলায় অংশ নিতে৷ হয়তো সেদিনও বৃষ্টি হলে রিজার্ভ দিন রাখা হয়েছে৷ তাই একটা দিন অপেক্ষা করা যেতেই পারে ভেস্তে যাওয়া খেলার জন্য৷