হকি বেঙ্গল পরিচালিত কলকাতা হকি লিগে রবিবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল হকির ডার্বি ম্যাচ দেখবার জন্য স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন। দু’দলের সমর্থকরা খেলোয়াড়দের উৎসাহিত করতে কোনও দ্বিধা চোখে পড়েনি। খেলার প্রথম মিনিট থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে গোয়েন্দারা লড়াইয়ে থাকেন।
কোনও সময়ে মোহনবাগান শিবিরে হানা দিয়ে লাল হলুদ ব্রিগেড গোল করার সুযোগ তৈরি করে নেয়। আবার সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগে চাপ দিতে থাকেন। মাঝে মধ্যে চড়া মেজাজে খেলতে দেখা যায় দু’দলের খেলোয়াড়দের। বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে দু’দল। শেষ পর্যন্ত হকি ডার্বি ম্যাচ ২-২ গোলে শেষ হয়। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জাইদ খান ও রাজভীর সিং। আর মোহনবাগানের গোল করেছেন অর্জুন শর্মা ও নীতিশ নিউপানে।
এদিন খেলোয়াড়দেরপ সঙ্গে পরিচিত হল মন্ত্রী সুজিত বসু ও অরূপ রায়। এদিকে ভুবেনেশ্বরে ইন্ডিয়ান ওমেন লিগের খেলায় ইস্টবেঙ্গল ৩-১ গোলে ওড়িশা এফসি-কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের এলসাদাই তিনটি গোল করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান।
আবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল জয় পেল ৪-১ গোলের ব্যবধানে গাড়োয়াল হিরোস এফসি-র বিপক্ষে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে রাপগে লেপচা, জোসেফ জাস্টিন, আন্দ্রেউস ও কুশ ছেত্রী।