ব্রাজিল বক্সিং বিশ্বকাপ ইতিহাসে ভারত নাম লেখাল। পুরুষদের ৭০ কেজি বিভাগে ভারতের বক্সার হিতেশ গুলিয়া সোনা জিতে ইতিহাস গড়লেন। এই প্রথম কোনও ভারতীয় বিশ্বকাপ বক্সিংয়ে সোনা জয়ের কৃতিত্ব দেখালেন ফাইনালে হিতেশ মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের ওডেল কামায়া। তিনি ওয়াকওভার দেওয়াতে ভারতীয় প্রতিনিধির সোনা জয়ের কোনও বাধাই থাকেনি। এই প্রতিযোগিতা থেকে ভারতের ঝুলিতে একমাত্র সোনার পদকটি আসে হিতেশের হাত ধরে। সারা প্রতিযোগিতায় দারুন ফর্মে ছিলেন হিতেশ।
হরিয়ানার ২০ বছর বয়সী হিতেশ গুলিয়া শেষ চারের লড়াইয়ে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন ফ্রান্সের মাকান স্টোরেকে। হিতেশ ভারতীয় নৌসেনায় কর্মরত জাতীয়স্তরের প্রতিযোগিতায় হিতেশ দুরন্ত ফলাফল করেছেন। সম্প্রতি জাতীয় গেমসে জিতেছেন সোনার পদক।
অন্যদিকে ৭০ কেজি বিভাগে হিতেশ জয় পেলেও পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে হেরে গেলেন অবিনাশ জামওয়াল। এবাদে ভারতের চারজন বক্সার ব্রোঞ্জ পদক পেয়েছেন। এঁরা হলেন ৫০ কেজি বিভাগে যদুমনি সিং, ৬০ কেজি বিভাগে শচিন সিওয়াচ, ৯০ কেজি বিভাগে বিশাল এবং ৫৫ কেজি বিভাগে মনীশ রাঠোর। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের আগে ভারতীয় বক্সারদের এই পারফরমেন্স অবশ্যই ভালো বার্তা।