সৌদি আরব— ভারতীয় অ্যাথলেটিক্সকে ‘সোনার দিন’-এ রূপান্তরিত করলেন জ্যাভলিন থ্রোয়ার হিমাংশু জাখর। সৌদি আরবের দাম্মামায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হিমাংশু ছুঁড়লেন ৬৭.৫৭ মিটার। হরিয়ানার বাসিন্দা হিমাংশুর সেরা থ্রো ছিল ৬৬.৬৬ মিটার। এই বছরের ফেব্রুয়ারিতে ছুঁড়েছিলেন তিনি। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে এই প্রথম জ্যাভলিন থ্রো-তে সোনা পেল ভারত। রুপো পেলেন চিনের লু হাও। তিনি ছুঁড়েছেন ৬৩.৪৫ মিটার। উজবেকিস্তানের রুসলান সাদুল্লায়েভ ৬১.৯৬ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার জান জেলেজনির কাছে প্র্যাকটিশ করেন জ্যাভলিনে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। সেখানেই প্রশিক্ষণ নেন হিমাংশু।
বোঝাই যাচ্ছে, নীরজের কাছে থেকে নিজেকে অনেকটা উন্নত করতে সক্ষম হয়েছেন হরিয়াণার অ্যাথলিট। তাছাড়া প্রমাণ হয়ে গেল, সঠিক জায়গায় রেখে প্রশিক্ষণ দিলে আরও নীরজ চোপড়াকে পেতে পারে ভারত। এতদিন জ্যাভলিন বলতে আমরা নীরজ চোপড়ার নাম আন্তর্জাতিক স্তরে শুনে এসেছি। এবার তাঁর ব্যাটন ধরার জন্য এগিয়ে এলেন হিমাংশু। এই মিটে ভারত ১১টা পদক জিতেছে। তারমধ্যে একটাই সোনার পদক এলো। যদিও এবারের পারফরম্যান্সকে মোটেই আহামরি বলা যাবে না। গতবার ২০২৩ সালে ভারত অনূর্ধ্ব-১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে পেয়েছিল ২৪টা পদক। যার মধ্যে সোনা ছিল ৬টা। রুপো ১১টা ও ৭টি এসেছিল ব্রোঞ্জ। সেবার তিনটে (যারমধ্যে দুটো সোনা ও একটা রুপো) পদক পেয়েছিলেন স্প্রিন্টার রেজোয়ানা মল্লিক হিনা।
Advertisement
তবে এবারের প্রতিযোগিতায় ভারতের আরও একটা সোনার পদক আসা নিশ্চিত ছিল। যা হারিয়েছেন ছেলেদের ৫০০০ মিটার দৌড়ে নীতিন গুপ্ত। মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশে তিনি চিনের প্রতিযোগী ঝু নিংহাওয়ের কাছে হার মানেন। মেয়েদের ৪০০ মিটার দৌড়ে তান্নু রুপো জিতেছেন স্রেফ কয়েক সেকেন্ডের কারণে। সোনা পাওয়া জাপানের ইমামাইন সাকি যেখানে দৌড়েছেন ৫৭.২৭ সেকেন্ডে। সেখানে তান্নু ৪০০ মিটার শেষ করেন ৫৭.৬৩ সেকেন্ডে। তবে এবারের মিটে নজর কেড়েছেন ১৬ বছরের নিশাই। যিনি ছেলেদের শটপুটে ১৯.৫৯ মিটার ছুঁড়ে রুপো পেয়েছেন। তিনি ছোঁড়েন ৫৮.৮৫ মিটার। ছেলেদের মেডলি রিলেতে রুপো জিতলেও নতুন রেকর্ড গড়ার ভাগীদার হয়ে থাকলেন চিরন্তন পি, সৈয়দ সাবির, সাকেত মিঞ্জ ও কাদের খান। এঁরা সময় নিয়েছেন ১ মিনিট ৫২.১৫ সেকেন্ড। যা জাতীয় যুব পর্যায়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড। ভাল খবরের পাশাপাশি খারাপ খবরও রয়েছে। মেয়েদের মেডলি রিলে শেষ করতেই পারল না। কারণ, ব্যাটন পড়ে যাওয়ায়।
Advertisement
অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পদকজয়ীরা হলেন— (১) হিমাংশু জাখর-ছেলেদের জ্যাভলিন থ্রোতে সোনা। (২) দেবক ভূষণ-ছেলেদের হাই জাম্পে রুপো। (৩) নীতিন গুপ্ত-ছেলেদের ৫০০০ মিটার দৌড়ে রুপো। (৪) তনু-মেয়েদের ৪০০ মিটার দৌড়ে রুপো। (৫) নিশ্চয়-ছেলেদের শটপুটে রুপো। (৬) চিরন্তন পি, সৈয়দ সাবির, সাকেত মিঞ্জ এবং কাদির খান-ছেলেদের মেডলে রিলে রুপো। (৭) নিশ্চয়-ছেলেদের ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ। (৮) আরতি-মেয়েদের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ। (৯) আরতি-মেয়েদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ। (১০) শৌর্য আম্বুরে-মেয়েদের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ । (১১) লক্ষিতা মাহলাওয়াত-মেয়েদের ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ ।
Advertisement



