পার্থ— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হকি সিরিজে শনিবার প্রথম ম্যাচেই বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করল ভারত৷ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দল প্রথম ম্যাচেই ১-৫ গোলে হারল৷ ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজন্ত সিং৷ ভারতের পুরুষ হকিদল পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের খেলোয়াড়রা কোনওভাবেই লড়াইয়ে খেলোড়দের দেখতে পাওয়া গেল না৷ গত এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলকে লজ্জার হারে মুখ লুকোতে হল৷ আয়োজক অস্ট্রেলিয়া প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে৷ চারটি কোয়ার্টারেই অস্ট্রেলিয়া গোল করেছে৷ ০-৪ গোলে ভারত পিছিয়ে পড়েছিল৷
খেলার তিন মিনিটের মাথায় অস্ট্রেলিয়া গোল করে এগিয়ে যায়৷ আবার দ্বিতীয় পর্বে ম্যাচের ২১ মিনিটে অস্ট্রেলিয়া দল দ্বিতীয় গোলটি করে৷ তৃতীয় কোয়ার্টারে ৩৭ মিনিটে ৩-০ গোলের ব্যবধানে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে৷ এগিয়ে থেকে অস্ট্রেলিয়া কোনওসময় আক্রমণ থেকে পিছিয়ে থাকেনি৷ তৃতীয় গোলটির এক মিনিটের মধ্যেই অস্ট্রেলিয়া আবার গোল করে৷ চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে ভারতের হয়ে গোলের ব্যবধান কমান গুরজন্ত৷ কিন্ত্ত ৫৫ মিনিটে আবার অস্ট্রেলিয়ার গোল৷ অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৫-১ গোলের ব্যবধানে৷ প্রথম সারির দলগুলির বিরুদ্ধে ভারত সাফল্য আনলেও কয়েকবছর ধরে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা কিছুতেই জয়ের মুখ দেখতে পাচ্ছে না৷ ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত ৪৪ বার ভারত মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে৷ তার মধ্যে ২৯টি ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে৷ ভারত মাত্র আটটি ম্যাচে জয়ের মুখ দেখেছে৷ সাতটি ম্যাচ ড্র হয়েছে৷ হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল সেই ধারা এখনও পরিবর্তন করতে পারল না৷