• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চোটের কারণে ছিটকে গেলেন হাসারাঙ্গা

হায়দরাবাদ— আইপিএল ক্রিকেট চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা৷ গোড়ালিতে চোট পেয়ে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার ওয়াসিন্দু হাসারাঙ্গা৷ শ্রীলঙ্কার সিইও অ্যাসলে ডি সিলভা বলেছন, হাসারাঙ্গার পক্ষে মাঠে নামা অসম্ভব৷ ওঁর গোড়ালি ফুলে রয়েছে এখনও৷ রিহ্যাব প্রয়োজন রয়েছে হাসারাঙ্গার৷ ইতিমধ্যে সে ইনজেকশন দিয়ে খেলেছেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আগে পুরোদস্ত্তর চোট সারিয়ে তুলতে হবে৷ সেই কারণে

হায়দরাবাদ— আইপিএল ক্রিকেট চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা৷ গোড়ালিতে চোট পেয়ে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার ওয়াসিন্দু হাসারাঙ্গা৷ শ্রীলঙ্কার সিইও অ্যাসলে ডি সিলভা বলেছন, হাসারাঙ্গার পক্ষে মাঠে নামা অসম্ভব৷ ওঁর গোড়ালি ফুলে রয়েছে এখনও৷ রিহ্যাব প্রয়োজন রয়েছে হাসারাঙ্গার৷ ইতিমধ্যে সে ইনজেকশন দিয়ে খেলেছেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আগে পুরোদস্ত্তর চোট সারিয়ে তুলতে হবে৷ সেই কারণে তাঁর পক্ষে খেলা অসম্ভব৷

আইপিএল ক্রিকেটের নিলামে দেড় কোটি টাকা দিয়ে হাসারাঙ্গাকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দল৷ প্রথম পর্বে তিনি খেলতে পারবেন না তা শোনা গিয়েছিল৷ বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ আইসিসি আগেই তাঁকে দুই ম্যাচ নির্বাসিত করেছিল৷ খেলতে পারলে আইপিএল খেলাটা কোনওভাবে অসুবিধা হতো না হাসারাঙ্গার৷ এদিকে আগামী জুন মাসে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট৷ ওই প্রতিযোগিতায় খেলার জন্য হাসারাঙ্গা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য দুবাই যাবেন৷ সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেবেন গোড়ালি চোটের বিষয়ে৷ আইপিএল ক্রিকেট থেকে এই প্রথম বিদেশি ক্রিকেটার ছিটকে গেলেন তা নয়৷ ছিটকে যাওয়ার তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক, জেসন রয়, গাস অ্যাটকিনসন, ডেভিড উইলি ও মার্ক উডের মতো তারকা ক্রিকেটাররাও৷ অনেকের ধারণা আইপিএল ক্রিকেটে খেলার জন্য বড় অঙ্কের রান না পাওয়াতে তাঁরা সরে দাঁড়িয়েছেন৷ তবে শ্রীলঙ্কার বোলার ম্যানেজার এমন রটনাকে আমল দিতে চাননি৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, হাসারাঙ্গার পায়ে চোট থাকার জন্য খেলা সম্ভব নয়৷