• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

প্রথম ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নেই হার্দিক

গত মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচটি তার পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। তাই দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

হার্দিক পান্ডিয়া। ফাইল চিত্র

আগামী রবিবার আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাইয়ের বিরুদ্ধে। তবে সেদিন মুম্বই দলের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দেখতে পাওয়া যাবে না। কেন তিনি অধিনায়কের ব্যাটন নিয়ে মাঠে নামবেন না, তা হার্দিক নিজেই স্পষ্ট করে দিয়েছেন।

গত মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচটি তার পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। তাই দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সূর্য ইতিমধ্যেই ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হার্দিকের পরিবর্তে অবশ্যই অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। এ ব্যাপারে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মহেলা জয়বর্ধনে।

এছাড়াও দলে রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা রয়েছেনা যাঁরা কিনা সমানভাবে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন এবং অতীতে সামলেছেন। এই ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করেছেন পাণ্ডিয়া। এই নিয়ে হার্দিক বলেছেন, ‘আমি ভাগ্যবান যে একই দলে তিনজন অধিনায়ক রয়েছেন। সেই আত্মবিশ্বাসই দলকে এগিয়ে রাখবে। তবে যশপ্রীত বুমরা পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম কয়েকটা ম্যাচ তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। মুম্বই দলের কাছে বড় ভরসার নাম ভারতের অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান রোহিত শর্মার ব্যাটে ঝড় উঠবে, এই বিশ্বাসেই দর্শকরা গ্যালারি ভর্তি করবেন। তবে হার্দিক পাণ্ডিয়া মনে করেন, আইপিএল খেতাব জেতার জন্য প্রথম ম্যাচ থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে হবে।