• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

গুজরাতের বিরুদ্ধে মুম্বই দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া

চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়গোয়াড় বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই মুম্বই দল প্রথম ব্যাট করতে নেমে বড় রানের অঙ্ক স্কোর বোর্ডে উপহার দিতে পারেনি।

ফাইল চিত্র

আইপিএল ক্রিকেটে অন্যতম সেরা দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই দলকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ভারতের আরেক অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু প্রথম সাক্ষাৎকারে মুম্বই দল লজ্জার হারে মুখ লুকিয়েছে চেন্নাই সুপারকিংসের কাছে। সূর্যকুমারের অধিনায়কত্বে মুম্বই দল সমালোচনার মধ্যে পড়েছে। চিপকের মাঠে এই হরের জন্য সূর্যকুমার নিজের ঘাড়ে দোষ নিয়ে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ আগামী ম্যাচে সূর্যকুমার আর অধিনায়কের ব্যাটন নিয়ে মাঠে নামবেন না। গত রবিবার টসে জিতে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়গোয়াড় বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই মুম্বই দল প্রথম ব্যাট করতে নেমে বড় রানের অঙ্ক স্কোর বোর্ডে উপহার দিতে পারেনি।

এমনকি ভারতের অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে যান। আবার অন্য ওপেনার রায়ান রিকেলটন মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। প্রতিপক্ষ দলের স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। এমনকি মিডল অর্ডারে নেমে সূর্যকুমার যাদব মাত্র ২৯ রান করেছেন। মুম্বই দল ১৫৫ রানে ইনিংস শেষ করে। তার জবাবে চেন্নাই দল ৪ উইকেটে জয় তুলে নেয়। এমনকি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়গোয়াড় দুরন্ত অর্ধশতরান করেন। এককথায় বলা যায় হলুদ বাহিনীর দাপটে নাজেহাল হয়ে যায় মুম্বই দল। তাই নিজের দায়িত্বে অধিনায়ক থাকার আর কোনও ইচ্ছা প্রকাশ করছেন না সূর্যকুমার যাদব।

তাই আগামী শনিবার ২৯ মার্চ মুম্বই দল খেলতে নামবে দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে। আর ওই ম্যাচে মুম্বই দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। গতবছরও হার্দিক পাণ্ডিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, গতবছর স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তাই প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। নতুন নিয়ম অনুসারে আইপিএলে স্লো ওভার রেটের জন্য অধিনায়কদের তাৎক্ষণিক অন্য ম্যাচে নিষিদ্ধ করা হবে না।