• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

‘আরও শিখতে হবে হার্দিককে’ জানালেন মুম্বই কোচ বাউচার

মুম্বই– মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল এ বারের মতো শেষ৷ ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে হার্দিক পাণ্ড্যের দল৷ মুম্বই অধিনায়কের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে৷ মুম্বইয়ের কোচ মার্ক বাউচারও মেনে নিয়েছেন আইপিএলে হার্দিকের পারফরম্যান্স হতাশজনক৷ ভাল খেলতে না পারার কথা মেনে নিয়েছেন হার্দিক নিজেও৷ শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর হার্দিকের পারফরম্যান্স নিয়ে মুখ

মুম্বই– মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল এ বারের মতো শেষ৷ ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে হার্দিক পাণ্ড্যের দল৷ মুম্বই অধিনায়কের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে৷ মুম্বইয়ের কোচ মার্ক বাউচারও মেনে নিয়েছেন আইপিএলে হার্দিকের পারফরম্যান্স হতাশজনক৷ ভাল খেলতে না পারার কথা মেনে নিয়েছেন হার্দিক নিজেও৷

শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর হার্দিকের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন বাউচার৷ তিনি বলেছেন, ‘হার্দিক নিজেও সম্ভবত ওর পারফরম্যান্স নিয়ে হতাশ হবে৷ অধিনায়ক হিসাবে বিচার করলে, কয়েকটা ম্যাচে বেশ ভাল করেছে৷ ওর চারপাশে এমন কিছু ঘটনা (সমালোচনাকে বোঝাতে চেয়েছেন) ঘটেছে যেগুলো অধিনায়ক হিসাবে এক জনের ভাবনা চিন্তাকে প্রভাবিত করতে পারে৷ এক জন অধিনায়কের পক্ষে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং৷’

শোনা যাচ্ছিল দলের মধ্যে হার্দিকের তেমন গ্রহণযোগ্যতা নেই৷ জল্পনা উডি়য়ে দিয়ে বাউচার বলেছেন, ‘সাজঘরে হার্দিক যথেষ্ট সমর্থন পেয়েছে৷ ছেলেরা ওকে সব সময় সাহায্য করার চেষ্টা করেছে৷ ক্রিকেটার হিসাবে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হার্দিক৷ নিশ্চিতভাবে ওকে কিছু জিনিস শিখতে হবে৷ এটাও ঠিক এই কঠিন সময় হার্দিক কাটিয়ে উঠবে এবং আরও ভাল অধিনায়ক হয়ে উঠবে৷ আগামী দিনে আমরা হার্দিককে দুর্দান্ত এক জন অধিনায়ক হিসাবে পাব বলে আশা করতেই পারি৷’

এক দিনের বিশ্বকাপে গোড়ালিতে চোট পাওয়ার পর আইপিএলেই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন হার্দিক৷ কয়েক মাস খেলার মধ্যে না থাকা হার্দিকের পারফরম্যান্সকে প্রভাবিত করেছে বলে মনে করেন মুম্বই কোচ৷ তিনি বলেছেন, ‘এই মরসুমে খুব বেশি ক্রিকেট হার্দিক খেলেনি৷ সেই কারণেই ক্রিকেটার হার্দিকের জন্য আইপিএলটা একটু কঠিন হয়েছে৷ এটা আমরা আগেই অনুমান করেছিলাম৷ তবে প্রতিযোগিতা যত এগিয়েছে, ওর বোলিং তত ভাল হয়েছে৷ কিছু ঝলক দেখা গেলেও যদিও ব্যাট হাতে প্রত্যাশাপূরণ করতে পারেনি৷’

ব্যর্থতা মেনে নিয়েছেন হার্দিক নিজেও৷ তিনি বলেছেন, ‘মেনে নিতে অসুবিধা নেই, প্রতিযোগিতার কোনও সময়ই আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি৷ এটা পেশাদার ক্রিকেট৷ সব সময় সেরাটা দেওয়ার চাপ থাকে৷ সবাই সেই চেষ্টা করে৷ তাও দল হিসাবে আমরা এক দমই ভাল খেলতে পারিনি৷ তবে এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোথায় কোথায় আমাদের খামতি ছিল৷’