• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

বুমরাকে সামলানো কোনও সমস্যা নয় : ডাকেট

ডাকেট বলছেন, 'এর আগে পাঁচ টেস্টের সিরিজে ওঁর মুখোমুখি হয়েছি। বুমরার মধ্যে কী কী দক্ষতা রয়েছে, সবই আমার জানা। ও আমাকে চাপে ফেলতে পারবে না।'

ফাইল চিত্র

আইপিএল মিটতে না মিটতেই, জুন মাসে ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে ইংল্যান্ডে। সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে। ভারত সফরে যাওয়ার আগেই ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট রীতিমতো হুঙ্কার শুরু করে দিয়েছেন। তিনি জোরের সঙ্গে বলেছেন, ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাকে মোকাবিলা করাটা কোনও কঠিন ব্যাপারই নয়।

বুমরাকে কীভাবে সামলাতে হয়, তা আমাদের জানা আছে। সেই কারণেই বুমরাকে নিয়ে কোনও চাপ নেই। এর আগেও বুমরার বিরুদ্ধে খেলেছি এবং তাঁর ভূমিকা সম্পর্কে জানা আছে। সেই কারণেই ঘরের মাঠে বুমরাকে কীভাবে রুখে দিতে হবে, তা জানা আছে বলে বড় গলায় চিৎকার করছেন ডাকেট।

ডাকেট বলছেন, ‘এর আগে পাঁচ টেস্টের সিরিজে ওঁর মুখোমুখি হয়েছি। বুমরার মধ্যে কী কী দক্ষতা রয়েছে, সবই আমার জানা। ও আমাকে চাপে ফেলতে পারবে না। লাল বলে দক্ষতার দিক থেকে বুমরার চেয়ে কোনও অংশে কম নন মহম্মদ শামি, ও কিন্তু সমান ভয়ংকর। প্রথম দিকের ওভারগুলো সামলাতে পারলে রান আসবেই।’

গত বছর ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বেন ডাকেটই ৩৪৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন। অন্যদিকে, বুমরা গোটা সিরিজে ১৬.৮৯ গড়ে নিয়েছিলেন ১৯ উইকেট। কিন্তু ডাকেটকে আউট করেন মাত্র একবারই। ওই সিরিজে বুমরার বিরুদ্ধে মোট ৯৪ বল খেলে ৬৩ রান করেন ডাকেট।

News Hub