• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

বরখাস্তের ভয় পাচ্ছেন গার্দিওলা

গার্দিওলা অবশ্য নিজে থেকে এখনই সিটি ছাড়তে চান না, ‘আমার এখন চলে যাওয়া? কোনো কারণ নেই। বোর্ড আমাকে নিয়ে সন্তুষ্ট না থাকলে বরখাস্ত করতে পারে। কিন্তু দলকে এই অবস্থায় রেখে আমার চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে যখন মনে হবে এটাই চলে যাওয়ার সময়, আমি চলে যাব।’

ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারাবে, এমন কোনো দল আছে—গত মৌসুমেও এমন প্রশ্ন ছিল ফুটবল–বিশ্বে। গার্দিওলার সেই সিটিই এ মৌসুমে ম্লান, নিজেদের হারিয়ে খুঁজছে। লিভারপুলের কাছে তো বটেই, গার্দিওলার সিটি এখন হারছে বোর্নমাউথ-ব্রাইটনের মতো দলের কাছেও।

অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধরলে সব প্রতিযোগিতা মিলিয়ে গার্দিওলার সিটির জয় বলতে ৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারানো। নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে এটাই একমাত্র জয় তাদের। ছন্দহীন এই অবস্থা নিয়েই আজ ঘরের মাঠে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামবে সিটি।

বলতে গেলে, সিটির বিষণ্ন এই সময়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গার্দিওলার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এটা। সেই লড়াইয়ের আগে মানসিকভাবে ভেঙে পড়ার কথাই বললেন সিটির হয়ে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৮টি শিরোপা জেতা স্প্যানিশ কোচ। এমনকি বরখাস্ত হওয়ার ভয়ও ঢুকে গেছে তাঁর মনে।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘এখন চলে যেতে হলে আমার খারাপই লাগবে। আমি ঘুমাতে পারতাম না, এখন এটা আরও বাজে অবস্থায় গেছে। পরিস্থিতিটা অসহনীয় করে তুলেছে।’ গার্দিওলা এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘তারা আমাকে বরখাস্ত করতে পারে। এটা হতেই পারে।’

গার্দিওলা অবশ্য নিজে থেকে এখনই সিটি ছাড়তে চান না, ‘আমার এখন চলে যাওয়া? কোনো কারণ নেই। বোর্ড আমাকে নিয়ে সন্তুষ্ট না থাকলে বরখাস্ত করতে পারে। কিন্তু দলকে এই অবস্থায় রেখে আমার চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে যখন মনে হবে এটাই চলে যাওয়ার সময়, আমি চলে যাব।’

চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে অনেকটাই অসহায় মনে হচ্ছে গার্দিওলাকে। অথচ এই ইউনাইটেডের বিপক্ষেই দারুণ সফল তিনি। অতীতে সিটির ওপর ছড়ি ঘুরিয়ে আসা ইউনাইটেডের বিপক্ষে গার্দিওলা ২৩ ম্যাচ খেলে জিতেছেন ১৩টি, হেরেছেন ৮টি, ২টি হয়েছে ড্র।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের চারজন কোচের মুখোমুখি হয়েছেন গার্দিওলা। ম্যানচেস্টার ডার্বিতে এই চার কোচের মধ্যে প্রথম তিনি মুখোমুখি হয়েছেন জোসে মরিনিওর। তাঁর বিপক্ষে ছয় ম্যাচ খেলে তিনটিতেই জিতেছেন, হেরেছেন দুটি, একটি ড্র।

মরিনিওর পর গার্দিওলার সিটি খেলেছে ওলে গুনার সুলশারের বিপক্ষে। এখানে লড়াইটা সমানে সমান—৯ ম্যাচে ৪টি করে জয় ও হার এবং ১টি ড্র। রালফ রাংনিকের ইউনাইটেডের বিপক্ষে একটি ম্যাচ খেলে সেটিতে জিতেছে গার্দিওলার সিটি। এরপর এরিক টেন হাগ—তাঁর ইউনাইটেডের বিপক্ষে সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে গার্দিওলার সিটি। ড্র নেই, হেরেছে বাকি দুটি।

আজই প্রথমবার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের মুখোমুখি হবেন গার্দিওলা।