• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সানিয়া মির্জার শুভেচ্ছা

পাকিস্তানের ক্রিকেটার শােয়েব মালিক এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি -টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানে মহিলসেস্টান স্পর্শ করলেন তিনি।

সানিয়া মির্জা (বাম) and শোয়েব মালিক (Photo: IANS)

প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিককে শুভেচ্ছা জানালেন তার স্ত্রী সনিয়া মির্জা। ৩৮ বছর বয়সেও ব্যাট হাতে তুলে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শােয়েব মালিক। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি -টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানে মহিলসেস্টান স্পর্শ করলেন তিনি। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রােহিত শর্মার যা পারেননি তাই করে দেখলেন শােয়েব মালিক।

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বালুচিস্তানের বিরুদ্ধে চুয়াল্লিশ বলে চুয়াত্তর রান করেন শোয়েব মালিক, আর এই চুয়াত্তর রান করেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম এশিয়ার বাটসম্যান হিসাবে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

৩৯৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ১০,০২৭ রান করেছে শােয়েব মালিক। তবে বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানে তালিকায় প্রথম দুটি স্থানে রয়েছেন ক্রিস গেইল এবং কায়রন পােলার্ড। তৃতীয় ক্রিকেটার হিসাবে সেই তালিকায় নাম লেখালেন শােয়েব মালিক।