• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

পাঞ্জাবের মাঠে জয়ের লক্ষ্যে আজ সবুজ-মেরুন ব্রিগেড

কোচ মোলিনা কখনই ফুটবলাদরে সমালোচনা করতে চান না। যে ভুলগুলি চোখে ধরা পড়ে, তা শুধরে নেওয়ার জন্য অনুশীলনে পরামর্শ দেন। আসলে একটা পরিবারে কোনও কোনও সময়ে অন্য পরিবেশ তৈরি হয়— তাই বলে ওই বিষয়টাকে নিয়ে নানারকম কথা বলার প্রয়োজন নেই।

ফাইল চিত্র

জয়ের রথ হঠাৎই থমকে গেছে খেলার মাঠে। টেবলে সবার উপরে থাকলেও মোহনবাগান সুপার জায়ান্টস আবার জয়ের পথে ফিরতে বদ্ধপরিকর। তাই বড়দিনকে আরও উজ্জ্বল করতে বৃহস্পতিবার পাঞ্জাব এফসি’র বিপক্ষে সান্তা ক্লজ হতে চান কোচ হোসে মোলিনা। দলের উপর অগাধ বিশ্বাস কোচের। তিনি মনে করেন, সবুজ-মেরুন ফুটবলাররা ঘুরে দাঁড়াতে জানেন। পাঞ্জাবকে হারিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চান। যখন বড়দিনের উৎসবে সবাই মাতোয়ারা। সেই উৎসবের মেজাজে জয়ের সরণিতে ফিরে আনন্দে আত্মহারা হতে চান ফুটবলাররা।

কোচ মোলিনা কখনই ফুটবলাদরে সমালোচনা করতে চান না। যে ভুলগুলি চোখে ধরা পড়ে, তা শুধরে নেওয়ার জন্য অনুশীলনে পরামর্শ দেন। আসলে একটা পরিবারে কোনও কোনও সময়ে অন্য পরিবেশ তৈরি হয়— তাই বলে ওই বিষয়টাকে নিয়ে নানারকম কথা বলার প্রয়োজন নেই। শুধু শুধরে নেওয়ার জন্য পাশে থাকতে হয়। এমন একটা অবস্থা তৈরি করার লক্ষ্যে ফুটবলারদের নিয়ে আলোচনায় মুখর থাকেন। হয়তো অনেকেই বলতে চাইছেন, মোহনবাগানের রক্ষণ ভাগ মাঝেমধ্যে ছন্দ হারিয়ে ফেলছে। কিন্তু এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চান না মোহন কোচ। তিনি মনে করেন, প্রতিদিন একইভবে খেলতে পারা যায় না। কোনও কোনও দিন খেলার ছন্দে এদিক ওদিক হতেই পারে। তাই নিয়ে সমালোচনা না করে আরও সচেতন হওয়ার কথা বলতে পারি।

চোটের কারণে মোহনবাগানের দুই তারকা ফুটবলার পুলগা ভিদালদের বিরুদ্ধে দুই বিদেশি ফুটবলার মাঠে নামতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়। গ্রেড স্টুয়ার্ট এখনও পুরোপুরি ফিট নন। দিমিত্রি পেত্রাতোস ছিটকে গিয়েছেন। তাই আক্রমণ গড়ে তুলতে মোহনবাগানের ভরসা বলতেও জেমি ম্যাকলারেন ও জেমি কামিন্সরা। আশিক কুরুনিয়ানও চোটের জন্য ছিটকে গিয়েছেন। শুভাশিস বসু পুরোপুরি সুস্থ নন। গোয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে সন্দেশ জিঙ্ঘানের সঙ্গে ট্যাকেলে মুখে চোট পান। মুখে ৬টা সেলাই পড়েছে। কিন্তু শুভাশিস খেলার জন্য মরিয়া। তাই অনুশীলনে এমনই ধারণা প্রকাশ করতে দ্বিধা প্রকাশ করেননি। পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত অধিনায়ক শুভাশিস বসু। গোয়ার ম্যাচের কথা মন থেকে ভুলে থাকতে চান সবুজ-মেরুন ফুটবলাররা। পাঞ্জাবের মাঠ থেকে তিন পয়েন্ট তুলে আনাটাই সবার পাখির চোখ।

তবে এটা মনে রাখতে হবে, মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী পাঞ্জাবের সহকারী কোচ। সবুজ-মেরুন শিবিরের খেলার ছকের সঙ্গে পরিচিত। তবে মোহন কোচ হোসে মোলিনা, এর ফলে পাঞ্জাবের বাড়তি সুবিধা পাবে, এমন ভাবনা বিশ্বাসকরেন না। প্রতিপক্ষ দলকে নিয়ে নতু করে ভাবতেরাজি নন কোচ। পাঞ্জাবের বিরুদ্ধে সেটপিস ও দলগত ফুটবলের উপর গুরুত্ব দিতে চান মোলিনা। নিজেদের সেরা খেলা উপহার দিতে আগ্রাসী ভূমিকা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি সবুজ-মেরুন ফুটবলাররা।