নাইট শিবিরে খুশির খবর, বিশ্বনাথ দর্শন ও গঙ্গায় নৌকাবিহার শ্রেয়সদের

নিজস্ব প্রতিনিধি— প্রচণ্ড গরমে যখন কলকাতা শহর নাজেহাল, সেই সময় গত সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ও বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন সবাই৷ আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্স দল ইডেন উদ্যানে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে৷ বৃষ্টি ও কালবৈশাখীর কারণে সোমবার কলকাতায় ফিরতে পারেননি শ্রেয়স আইয়াররা৷ তাই প্রথমে গুয়াহাটিতে চলে যেতে হয়েছিল৷ তারপরে কলকাতায় ফেরার চেষ্টা করা হলেও তাও ব্যর্থ হয়ে যায়৷ সেই কারণে কেকেআর দল সোজা চলে যায় বারাণসীতে৷ সেখানে পৌঁছে যাওয়ার পরে কেকেআরের খেলোয়াড়রা কিছুটা শান্তি পান৷ তারপরে সেখান থেকে গঙ্গাবক্ষে ঘুরতে যান বৈভব অরোরা৷ এমনকি বিশ্বনাথ মন্দিরও দর্শন করেন তাঁরা৷ মঙ্গলবার সকালে বৈভব অরোরা ঘুরতে যান৷ সেখানে নৌকাবিহার করেন৷ কাশী বিশ্বনাথ মন্দিরেও তাঁরা .যান৷ কেকেআরের শেষ ম্যাচ ছিল লখনউতে৷ আগামী শনিবার কলকাতায় ম্যাচ রয়েছে৷ গত সোমবার রাত ১০টার সময় কেকেআর দলের খেলোয়াড়দের চার্টার্ড বিমানে কলকাতায় ফিরে আসার অনুমতি পেয়েছিল৷ সেই মতো রাত ১১টায় পৌঁছে যাওয়ার কথা ছিল৷ কিন্ত্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়ায়, সেই বিমান নিয়ে চলে যায় বারাণসীতে৷ মঙ্গলবার বারাণসী থেকে দুপুরে কলকাতায় পৌঁছয় কেকেআর দল৷

অন্যদিকে মা অসুস্থ, তাই রাহমানুল্লাহ গুরবাজ কেকেআর শিবির ছেডে় ফিরে গিয়েছেন আফগানিস্তানে৷ খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন আফগান ক্রিকেটার৷

গুরবাজ জানিয়েছেন, তিনি কেকেআর শিবির ছেডে় সাময়িক বিরতি নিয়েছেন৷ তবে আইপিএল থেকে পুরোদস্তুর সরে দাঁড়াননি এই আফগান ক্রিকেটার৷টুইটে গুরবাজ লিখেছেন, ”মায়ের অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিয়েছি৷ খুব শীঘ্রই কেকেআর পরিবারে যোগ দেব৷ আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ৷ এখন আগের থেকে ভালো আছেন মা৷”


গুরবাজ ফিরছেন এই খবরে দারুণ খুশি নাইট শিবির৷ কেকেআর সোশাল মিডিয়ায় লিখেছে, এই খবর আমাদের দ্বিগুণ খুশি করেছে৷ ওয়েলকাম ব্যাক জান৷

এদিকে শোনা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে যেতে পারেন ফিল সল্ট৷ আবার আরেকটি সূত্র জানাচ্ছে, তাঁকে রেখে দেওয়া হবে৷ কী হবে, তা বলবে সময়৷ তবে সল্টকে পাওয়া না গেলে গুরবাজকে খেলাতেই হবে৷ কারণ সল্টের মতো গুরবাজও উইকেট কিপার-ব্যাটার৷ কী হবে, তা অবশ্য বলবে সময়৷
নাইটদের পরবর্তী খেলা ১১ মে৷ ইডেন গার্ডেন্সে কলকাতার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স৷ সেই ম্যাচের আগে নাইটরা অনেকটাই সময় পেয়ে যাচ্ছে৷ এদিকে লখনউকে হারিয়ে কলকাতা ফেরার সময়ে বিমান বিভ্রাটের কবলে পডে় কেকেআর শিবির৷ কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় নাইটদের বিমান চলে যায় গুয়াহাটিতে৷ সেখান থেকে কলকাতা ফেরার কথা থাকলেও নাইটরা উডে় যায় বারাণসীতে৷

মঙ্গলবার দুপুরে কলকাতা ফেরেন নারিনরা৷ আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান তারকা৷ তাঁর সঙ্গে সল্টও ব্যাট হাতে ঝড় তুলছেন৷ এই দুই তারকা ক্রিকেটার দুর্দান্ত শুরু করায় গুরবাজ খেলার সুযোগ পাচ্ছেন না৷ তাঁকে ডাগ আউটে বসতে হচ্ছে৷ কিন্ত্ত সল্টকে পাওয়া না গেলে গুরবাজকেই খেলাতে হবে নাইটদের৷