• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

গঞ্জালেস বেঙ্গালুরুতে

গত মরশুমে আইলিগ জয়ের পিছনে মোহনবাগানের কোচ কিবু ভিকুনার প্রধান অস্ত্র ছিলেন ফ্রান গঞ্জালেস। তিনি এবার বেঙ্গালুরু এফসি- র হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন।

ফ্রান গঞ্জালেস। (ছবি-টুইটার@FranGlez18)

গত মরশুমে আইলিগ জয়ের পিছনে মোহনবাগানের কোচ কিবু ভিকুনার প্রধান অস্ত্র ছিলেন ফ্রান গঞ্জালেস। তিনি এবার বেঙ্গালুরু এফসি- র হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন।

সেই গঞ্জালেস মোহনবাগান ক্লাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও কোনও কর্মকর্তা যােগাযােগ করার চেষ্টা করেননি।

একাধিকবার এজেন্টের মারফৎ কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি এমনকী ফোনে কথা বলার জন্যে অনুরােধ করেও কোনও উত্তর পাইনি। এমন ব্যবহার করা যায় কী না তার প্রশ্ন উঠেছে বিদেশি ফুটবলারের কাছে।