• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিতে পারেন গিল

সহকারী কোচ শুভমন গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক

ফাইল চিত্র

লিগ টেবলে শীর্ষে ভারত থাকবে, নাকি নিউজিল্যান্ড সেই জায়গাটা দখল করবে! সেই কারণে রবিবার এই ম্যাচটিকে ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে থাকবেন খেলার ফলাফলের দিকে। নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা যেমন আত্মবিশ্বাসী, তেমনই আবার ভারতীয় দলের খেলোয়াড়রাও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য অপেক্ষায়। গত বৃহস্পতিবার ভারতীয় শিবির যে অবস্থায় ছিল, সেখানে বেশকিছু পরিবর্তন হয়েছে শুক্রবারে। অনুশীলনে ফিরেছেন ভারতের সহঅধিনায়ক শুভমন গিল। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তা বেশ স্পষ্ট। তাই সহকারী কোচ শুভমন গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক।

আসলে রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন। সেই চোট যাতে বড় আকার না নেয়, সেই কারণে কোচ গৌতম গম্ভীর রোহিত শর্মাকে বিশ্রাম দিচ্ছেন। ভারত ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই শেষ চারে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল। সেই কারণেই রোহিতকে ঝুঁকি নিয়ে মাঠে নামাতে চাইছেন না কোচ গৌতম গম্ভীর। নেটে অধিনায়ক রোহিত শর্মা একাকী অনুশীলন করলেও, তাঁর চোট নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে ভারতীয় দলের সঙ্গে সেমিফাইনালে যে দলই খেলুক না কেন, তাদের কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে।

অন্যদিকে শনিবার দক্ষিণ আফ্রিকা গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অবশ্য ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে। রবিবার গ্রুপ পর্বের শেষ খেলাটি জিতলে তাদের মধ্যে একটি দল গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকা দলের সঙ্গে গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানের দল সেমিফাইনাল খেলবে। খেলাটি হবে ৪ মার্চ। আর ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ গ্রুপ ‘বি’-র শীর্ষে থাকা দলের সঙ্গে খেলবে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানে থাকা দল।