জার্মানির টনি ক্রুজ অবসর নিতে চলেছেন

মাদ্রিদ— রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন টনি ক্রুজ৷ ইউরো কাপে সুযোগও পেয়েছেন৷ কিছুদিন আগেই অবসরে চলে যাওয়ার পরেও জাতীয় দলে খেলার অনুরোধে তিনি ফিরে এসেছিলেন৷ কিন্ত্ত এবারে তিনি আর মাঠে নামবেন না, ইউরো কাপের পরে৷ সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে জার্সি গায়ে দেবেন না৷ ৩৪ বছর বয়সী টনি ক্রুজ যখন টপ ফর্মে রয়েছেন, তখনই তিনি সরে যাচ্ছেন খেলা থেকে৷ ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপের পরে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রুজ৷ দলের হয়ে তিনি চারবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, তেমনই আবার চারবার লা লিগা ফুটবলে সেরা হয়েছেন৷ দেশের হয়ে তিনি অনেক সাফল্য পেয়েছেন৷ টনি ক্রুজ ২০২৪ ইউরো কাপের পরে সরকারিভাবে বিদায় নেবেন বলে জানিয়ে দিয়েছেন৷ ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি যে রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার তা নিয়ে নতুন করে বলার কিছু নেই৷

তিনি বলেছেন, ২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই আমার চরিত্র বদলে গিয়েছে৷ শুধু ফুটবলার হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও আমার জীবনে পরিবর্তন এসেছিল৷ বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে যে নতুন অধ্যায় শুরু করেছিলেন, সেই ক্লাব থেকেই দশ বছর বাদে সরে দাঁড়াতে চাইছেন৷ সাফল্যের দিনগুলি তিনি কোনওদিনই ভুলতে পারবেন না৷ এই খবর ছড়িয়ে পড়ার পরেই সবাই অভিনন্দন জানাতে ভুল করেননি৷ সমর্থকদের বলেছেন, আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, রিয়াল মাদ্রিদে থাকাকালীন ফুটবলকে বিদায় জানাব৷ সেটা করতে পেরে আমার ভালো লাগছে৷ দীর্ঘদিনের ফুটবল জীবনে ফুটবল সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা কোনওদিনই ভুলতে পারব না৷ প্রত্যেকের আবেগকে আমি সম্মান জানাতে চাই৷