• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র জার্মানির

একারই চার গোল ম্যান ইউয়ের নজরে থাকা গিয়োকেরেসের

খেলার একটি বিশেষ মুহূর্তে জার্মানি। সংগৃহীত চিত্র

বুদাপেস্ট— উয়েফা নেশনস লিগে হাঙ্গেরি ও জার্মানির খেলাটি ড্র হল। শেষ মুহূর্তে গোল খেয়ে হাঙ্গেরির বিরুদ্ধে ড্র করল জার্মানি। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও জার্মানরা হারাতে পারল না হাঙ্গেরিকে। এ দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নজরে থাকা সুইডিশ ফুটবলার ভিক্টর গিয়োকেরেস একাই চারটি গোল করলেন। সুইডেনও জিতেছে বড় ব্যবধানে। আটকে গিয়েছে নেদারল্যান্ডস।

হাঙ্গেরিতে গিয়ে জেতা কেন কঠিন ব্যাপার সেটা আরও এক বার টের পেল জার্মানি। ফেলিক্স নেমেচার গোলে এগিয়ে গিয়েছিল তারা। সংযুক্তি সময়ের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ডোমিনিক সোবোসলাই। গোটা ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি জার্মানি।

৭৬ মিনিটে কর্নার থেকে গোল করেন নেমেচা। যখন মনে হচ্ছিল তিন পয়েন্ট পাবে তারা, তখনই খেলায় মোড়। মিহালি কাটার শট বক্সের মধ্যে হাতে লাগে জার্মানির রবিন কচের। ভিডিয়ো রিপ্লে দেখে রেফারি পেনাল্টি দেন। লিভারপুলের ফুটবলার সোবোসলাই গোল করতে ভুল করেননি।

তবে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের মতে, তাঁরা ভালই খেলেছেন। গোলের পর হাঙ্গেরির উৎসবকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘ড্র করার পরেও ওরা যে ভাবে উল্লাস করছিল তাতেই বোঝা গিয়েছে দল হিসাবে আমরা কতটা শক্তিশালী হয়ে উঠেছি।’

সুইডেন ঘরের মাঠে আজারবাইজানকে ৬-০ গোলে হারিয়েছে। এদিকে আগামী বছরের জানুয়ারি মাসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম গিয়োকেরেসকে সই করাতে পারেন বলে শোনা যাচ্ছে। গিয়োকেরেস খেলেন আমোরিমের প্রাক্তন দল স্পোর্টিং লিসবনে। ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে দু’টি করে গোল করেন তিনি। নেশনস লিগে ছ’ম্যাচে ন’টি গোল হল তাঁর। টপকে গেলেন আর্লিং হালান্ডকে। বাকি দু’টি গোল দেজান কুলুসেভস্কির। নেদারল্যান্ডস ১-১ ড্র করেছে দুর্বল বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে। রোনাল্ড কোমানের দল এখনও পুরনো শক্তি ফিরে পায়নি তা এই ফলে প্রমাণিত।

News Hub