• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

রোহিতদের ভালো খেলার জন্য পরামর্শ গাভাসকারের

মুম্বই— রোহিত শর্মার ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম মাঠে নামবে আগামী ৫ জুন আয়ারল্যান্ডর বিপক্ষে৷ তার আগে মাত্র একটি প্রস্ত্ততি ম্যাচ খেলেছে রোহিত ব্রিগেড৷ তবে আইপিএল ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা বিভিন্ন দলের অংশ নেওয়ায় তাঁদের প্রস্ত্ততি ম্যাচ সেখানেই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবুও ভারতীয় দলকে সচেতন হওয়ার কথা বলে কিছু টিপস দিয়েছেন ভারতীয় ক্রিকেটের

মুম্বই— রোহিত শর্মার ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম মাঠে নামবে আগামী ৫ জুন আয়ারল্যান্ডর বিপক্ষে৷ তার আগে মাত্র একটি প্রস্ত্ততি ম্যাচ খেলেছে রোহিত ব্রিগেড৷ তবে আইপিএল ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা বিভিন্ন দলের অংশ নেওয়ায় তাঁদের প্রস্ত্ততি ম্যাচ সেখানেই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবুও ভারতীয় দলকে সচেতন হওয়ার কথা বলে কিছু টিপস দিয়েছেন ভারতীয় ক্রিকেটের আইকন সুনীল গাভাসকার৷ আমেরিকার উইকেট সম্পর্কে কারও জানা নেই৷ অর্থাৎ অজানা উইকেটে খেলতে হবে ভারতীয় দলকে৷ পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে ভারতীয় দলের৷ প্রথম ম্যাচটা যেহেতু নিউইয়র্কে খেলতে হবে, তাই দল গঠনের দিক দিয়ে কিছুটা ভাবনাচিন্তা করতেই হবে কোচ এবং অধিনায়ককে৷ তাই গাভাসকার বলেছেন, দলের তিনজন স্পিনারকে রেখে দু’জন দ্রুতগামী বোলার রাখা উচিত প্রথম একাদশে৷ হার্দিক পাণ্ডিয়াকে ব্যাকআপ হিসেবে দেখতে চাইছেন তিনি৷ গাভাসকার মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বোলিং আক্রমণ শক্তিশালী হতে হবে৷ সেখানেও তিনজন স্পিনার ও দু’জন দ্রুতগামী বোলারকে খেলানো উচিত৷ সেখানেও হার্দিক পাণ্ডিয়াকে ব্যাকআপ পেসার হিসেবে রাখা উচিত৷ একটা দলের ভারসাম্য রাখতে হয়৷ সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পেসারদের স্বর্গ৷ তবে এখন অনেক চরিত্র পাল্টিয়ে গেছে উইকেটে৷ সেক্ষেত্রে স্পিনাররাও বাড়তি সুযোগ পেতেই পারেন৷ এই প্রসঙ্গে গাভাসকার বলেন, ক্যারিবিয়ান উইকেটগুলি এখন আর অত শক্ত নেই৷ তাই স্পিনাররাও কিছুটা সহযোগিতা পেয়ে থাকেন৷ সাধারণত ব্যাটিং উইকেট তৈরি করা হয়৷ সেই কারণেই ভালো উইকেট আশা করা যেতেই পারে৷

এদিকে, ভারতীয় ব্যাটিং নিয়ে দারুণ চর্চা হচ্ছে৷ অনেকেই মনে করেন, একদিনের ক্রিকেটে ভারতীয় দল ভালো খেলার জন্য সবসময় এগিয়ে থাকে৷ তাই রোহিত ব্রিগেড স্বচ্ছন্দে এখানে খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে৷ তবে, সব ফর্ম্যাটে ভারতীয় দলে ভালো ব্যাটসম্যানরা রয়েছেন৷ তাই ভারতীয় স্কোর বোর্ডে ভালো রান আসতেই পারে৷ গাভাসকার আরও বলেন, ভারতীয় দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে৷ পাশাপাশি, তরুণ ব্যাটসম্যানরাও এখন ভালো খেলছেন৷ অভিজ্ঞতাও সঞ্জয় করে ফেলেছেন৷ তাই টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রানের অঙ্ক আশা করা যেতেই পারে৷ যেহেতু অভিজ্ঞ খেলোয়ড়দের সঙ্গে তরুণ ক্রিকেটাররা রয়েছেন, সেই অর্থে দুই মিশ্রণে ভারতীয় দল প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেই৷